Smartphones: ২৫ মিনিটের কমে ফুল চার্জ হয়ে যাবে, সেরা ৫ স্মার্টফোন দেখে নিন

দেখে নিন ফাস্ট চার্জিং সমর্থিত সেরা ৫টি দুর্দান্ত স্মার্টফোন

এখনকার দিনে ক্রেতারা বেশি ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি দ্রুত চার্জিং প্রযুক্তিযুক্ত স্মার্টফোন কিনতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। মূলত গান শোনা, গেম খেলা, অনলাইনে টিভি দেখা বা ইমেল অ্যাক্সেস করার মতো হাজারো কাজ করার দরুন স্মার্টফোন ব্যবহারের সময় ক্রমবর্ধমান উর্দ্ধমুখী হচ্ছে। ফলে ব্যাটারিও দ্রুত শেষ হচ্ছে। তবে ফোনে ফাস্ট চার্জিং ফিচার থাকলে দ্রুত ব্যাটারি চার্জও করা সম্ভব। এক্ষেত্রে iQOO, OnePlus, Xiaomi এর মতো ব্র্যান্ডগুলি একাধিক এই ধরনের ফোন এনেছে। আজ আমরা উল্লেখিত ব্র্যান্ডগুলির নিয়ে আসা এমন ৫টি সেরা ফাস্ট-চার্জিং সমর্থিত স্মার্টফোনের হৃদিশ দেব, যেগুলি মাত্র ২৫ মিনিটের মধ্যে ডিভাইসকে ১০০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

ফাস্ট চার্জিং সমর্থিত সেরা ৫টি স্মার্টফোন

iQOO 11: আইকো ১১ স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত ৬.৭৮-ইঞ্চির ২কে (৩২০০x১৪৪০ পিক্সেল) Samsung E6 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১০-বিট কালার, ৫১৭ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট (LTPO 4), এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট (১২০০ হার্টজ ইনস্ট্যান্ট) সমর্থন করে। মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম ইউজার ইন্টারফেস প্রিলোডেড থাকছে। আলোচ্য ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে৷ এগুলি হল – OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২এক্স জুম সহ ১৩ মেগাপিক্সেল টেলিফটো শুটার৷ আর ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেখা যাবে। আইকো ১১ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে যা ১২০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এই ব্যাটারি ফোনকে মাত্র ২৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।

OnePlus 11R: ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪-ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৭৭২×১২৪০ পিক্সেল) কার্ভড ১০ বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ থাকছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। উক্ত ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল OV08D10 সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো OV02B10 সেন্সর। এদিকে, ফোনটির ডিসপ্লের উপরিভাগে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। ওয়ানপ্লাস ১১আর ফোনে ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে ডিভাইসকে ফুল চার্জ করতে সক্ষম।

Redmi Note 12 Pro Plus: রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা অ্যাডাপ্টিভ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০০ নিট পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামেট, ডলবি ভিশন, এইচডিআর১০+ এবং ওয়াইডভাইন এল১ টেকনোলজি সাপোর্ট করে। এই ৫জি মডেল মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর সহ এসেছে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে বিদ্যমান। এগুলি হল – এফ/১.৬৫ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HPX প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৯৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, চার্জারটি মাত্র ১৯ মিনিটের মধ্যে ডিভাইসকে ফুল চার্জ করতে সক্ষম।

Xiaomi 12 Pro: শাওমি ১২ প্রো ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড LTPO ডিসপ্লে। এই ডিসপ্লে – ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এক্ষেত্রে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং বুস্ট মোডে ১৮ মিনিটে এবং নরমাল মোডে প্রায় ২৪ মিনিট সময় লাগবে স্মার্টফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে।

Xiaomi 13 Pro: শাওমি ১৩ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (৩,২০০× ১,৪৪০ পিক্সেল) ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১,৯০০ নিট পিক ব্রাইটনেস, ১,২০০ নিটের স্ট্যান্ডার্ড ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, এইচডিআর১০+, পি৩ কালার গ্যামেট, ৩৬০-ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আলোচ্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। শাওমি ১৩ প্রো স্মার্টফোনে ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি ডিভাইসকে মাত্র ৪ মিনিটে ৫০% পর্যন্ত এবং ৯.২ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে সমর্থ।