বাজারে সবচেয়ে ফাস্ট Andriod স্মার্টফোন এটাই, নাম শুনলে বলবেন মাথাতেই আসেনি

গত বছর ডিসেম্বর মাসে, বিখ্যাত চিপসেট মেকার কোয়ালকম (Qualcomm) আনুষ্ঠানিকভাবে Snapdragon 8 Gen 2 প্রসেসরটি বাজারে উন্মোচন করেছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ব্র্যান্ড এই চিপসেটের সাথে তাদের নতুন স্মার্টফোনগুলিও লঞ্চ করেছে। এই লেটেস্ট অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ চিপটি এখনও পর্যন্ত অন্যান্য অ্যান্ড্রয়েড প্রসেসরের চেয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। তবে, অভ্যন্তরীণ অপ্টিমাইজেশনের কারণে এই চিপের কার্যকারিতা এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে পরিবর্তিত হয়। আর এবার, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) ২০২২ সালের ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ মোবাইল ফোনের পারফরম্যান্স র‌্যাঙ্কিং ঘোষণা করেছে৷ স্বাভাবিকভাবেই Snapdragon 8 Gen 2 তালিকায় প্রাধান্য পেয়েছে, এটি শীর্ষ সাতটি স্থান দখল করেছে৷

AnTuTu প্রকাশ করলো ২০২২ সালের ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ মোবাইল ফোনের পারফরম্যান্স র‌্যাঙ্কিংয়ের তালিকা

পারফরম্যান্স-ভিত্তিক মডেল হিসাবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত আইকো ১১ প্রো, ১.৩১ মিলিয়ন স্কোর নিয়ে আনটুটু তালিকার প্রথম স্থানে রয়েছে। তবে, শুধুমাত্র প্রসেসরই স্কোর নির্ধারণ করে না। এর অন্যান্য আপগ্রেড, যেমন এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজকে উপেক্ষা করা যায় না। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডিভাইসটি কিছুটা অবাক করার মতো। এটি হল রেডমি কে৬০ প্রো, যার স্কোর ১.৩ মিলিয়ন। এছাড়া, শাওমির লেটেস্ট ফ্ল্যাগশিপ শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩ যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে৷

আবার, স্ন্যাপড্রাগন চিপসেট ছাড়াও, তালিকায় দুটি ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত মডেল রয়েছে। এই ডিভাইসগুলি হল ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো। এই দুই হ্যান্ডসেট বর্তমানে মিডিয়াটেক চিপ যুক্ত সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ। এটি লক্ষণীয় যে, এক্স৯০ সিরিজের তিনটি মডেলই আনটুটু-এর সেরা দশের তালিকায় রয়েছে। তাই বলাই যায় যে, ভিভোই ২০২২ সালের ডিসেম্বরের সবচেয়ে সফল ব্র্যান্ড। স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপের সাথে ওয়ানপ্লাস এস প্রো হল আনটুটু তালিকায় এই চিপ সহ একমাত্র ডিভাইস। আসুন তাহলে গত ডিসেম্বর মাসে সেরা দশটি ফ্ল্যাগশিপ ফোনের নামের পাশাপাশি তাদের র‌্যাঙ্কিং এবং আনটুটু স্কোরগুলি দেখে নেওয়া যাক।

১. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত iQOO 11 Pro- আনটুটু স্কোর- ১৩,১১,২২১ পয়েন্ট

২. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Redmi K60 Pro- আনটুটু স্কোর- ১৩,০৯,১৫৯ পয়েন্ট

৩. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Vivo X90 Pro+- আনটুটু স্কোর- ১২,৯৯,৩৪৬ পয়েন্ট

৪. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত iQOO 11- আনটুটু স্কোর- ১২,৮৮,৫২৩ পয়েন্ট

৫. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Xiaomi 13 Pro- আনটুটু স্কোর- ১২,৮০,৯২১ পয়েন্ট

৬. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Xiaomi 13- আনটুটু স্কোর- ১২,৭৮,৯৪০ পয়েন্ট

৭. মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০-চালিত Vivo X90 Pro- আনটুটু স্কোর- ১২,৭৫,৩৬৫ পয়েন্ট

৮. স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত Moto X40 – আনটুটু স্কোর- ১২,২১,৮০৯ পয়েন্ট

৯. মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০-চালিত Vivo X90- আনটুটু স্কোর- ১১,০৮,৮৭৪ পয়েন্ট

১০. স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-চালিত OnePlus Ace Pro – আনটুটু স্কোর- ১০,৯২,৮৭৪ পয়েন্ট

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan CFL: লিগের সেরা পারফর্মেন্স দিল মোহনবাগান, রেলওয়ের বিরুদ্ধে ৮ গোলের বড় জয় মেরিনার্সদের

সম্প্রতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পাঞ্জাব এফসির বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।…

1 hour ago

Dear Lottery Sambad Results 24-8-2024 1pm 6pm 8pm: ডিয়ার লটারির আজকের ডে, ইভিনিং ও নাইট রেজাল্ট

Dear Lottery Sambad Results Today for 25 August 1pm 6pm 8pm: নাগাল্যান্ড স্টেট লটারি পরিচালিত…

2 hours ago

Yuvraj Singh: কোচ হিসেবে অভিষেক হতে চলেছে যুবরাজের, আইপিএল ২০২৫ এর জন্য এই দল‌ থেকে পেলেন অফার

আন্তর্জাতিক এবং আইপিএলের মঞ্চ থেকে অবসর নেওয়ার পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার কোচ হিসাবেও যথেষ্ট…

6 hours ago

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

7 hours ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

7 hours ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

9 hours ago