Flipkart-এ হরির লুট: 5G ফোন মিলছে দারুণ সস্তায়, অফার OnePlus, iPhone মডেলেও

পূর্ব ঘোষণা মতই গতকাল অর্থাৎ ১১ই মার্চ থেকে Flipkart-এ ‘Big Saving Days’ সেল শুরু হয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত এটি লাইভ থাকবে। সেক্ষেত্রে আপনি যদি আনলিমিটেড হাইস্পিড নেটওয়ার্ক উপভোগ করতে একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাও আবার সস্তা দামে – তাহলে এই সেলই আপনার ইচ্ছাপূরণের চাবিকাঠি হতে পারে! কারণ চলতি Flipkart Big Saving Days সেলে Apple iPhone থেকে শুরু OnePlus, Poco প্রভৃতি জনপ্রিয় ব্র্যান্ডের 5G হ্যান্ডসেটে বাম্পার ডিসকাউন্ট মিলছে। অফার এতটাই আকর্ষণীয় যে বহু নামীদামী 5G ফোন ১২,০০০ টাকার মত খরচ করেই পকেটস্থ করতে পারবেন; আপনাকে ফিচার বা পারফরম্যান্সের সাথে কোনোরকম আপোষ করতে হবেনা। আসুন এখন দেখে নিই, Flipkart Big Saving Days-এর সেরা স্মার্টফোন অফার।

১২,০০০ টাকার কম খরচ করে কিনতে পারবেন এই সেরা 5G ফোনগুলি

১. Infinix Hot 20 5G: ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে ১৭,৯৯৯ টাকার এই ফোনটি ১১,৪৯৯ টাকায় উপলব্ধ। আবার এর সাথে আপনারা ১০,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন; মিলবে ব্যাঙ্ক অফারের সুবিধাও। ইনফিনিক্সের এই ফোনে আছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

২. Poco M4 5G: বর্তমানে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপযুক্ত এই পোকো ফোনটি দামের ওপর হাজার টাকা ছাড়ে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে; এতে ১১,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফার কাজে লাগানোর সুবিধাও উপলব্ধ।

৩. Realme 10 Pro+ 5G: রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ইত্যাদি ফিচার দেখা যাবে। এই ফোনের ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা, একইসাথে এতে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার উপলব্ধ।

অফার মিলছে এই ব্র্যান্ডেড ফোনগুলিতেও

১. Nothing Phone (1): এই জনপ্রিয় ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি মডেল এখন ফ্লিপকার্টে ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে কোনো এক্সচেঞ্জ অফার নেই, তবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারবেন। ফিচার হিসেবে ফোনটি ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি বিকল্প অফার করবে।

২. Google Pixel 6a: গুগলের এই ফোনে আছে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লে, গুগল টেন্সর প্রসেসর, ৪,৪১০ এমএএইচ ব্যাটারির মত ফিচার। এই ফোনের ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৮,৯৯৯ টাকা, যেখানে ২০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার কাজে লাগানো সম্ভব হবে।

৩. Vivo T1 Pro 5G: বর্তমানে এটি ২৮,৯৯০ টাকার বদলে ২৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে (৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ), সাথে আছে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪,০০০ টাকার ব্যাঙ্ক স্কিমের সুবিধা। ক্রেতারা এতে পাবেন অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার।

৪. OnePlus 10R: ওয়ানপ্লাস ১০আর ফোনটি ১৫০ ওয়াট চার্জিং ক্যাপাসিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে। সেলে এর দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা, ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে যা আরও খানিকটা কমানো যাবে।

৫. Apple iPhone 13: অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় (পড়ুন বেস্ট সেলিং) এই আইফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৫৯,৯৯৯ টাকায় কেনা যাবে; এছাড়াও এতে থাকবে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সুবিধা। এটিতে এ১৫ (A15) বায়োনিক চিপ, ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে উপলব্ধ।

৬. Oppo Reno 8T 5G: স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত এই ফোনের দাম এমনিতে ৩৮,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্ট সেলে এটি ২৯,৯৯৯ টাকায় মিলছে। এর সাথে আছে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সুবিধা।

৭. OnePlus 10T 5G: এই ফোনটি সেলে ৫৬,০০০ টাকার পরিবর্তে ৫৩,৯৪৭ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে (১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের জন্য)। এতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি আছে।