Holi 2023: এবারের হোলিতে কিনুন এই ৩টি ফিচারে ঠাসা Smartphone, যা রঙ বদলাবে গিরগিটির মত

আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা! তারপরেই রঙের উৎসব হোলি – বাঙালির দোল। স্বাভাবিকভাবেই বসন্তের রঙ এখন মনেও দোলা দিচ্ছে। কিন্তু এই সময়টিকে আরও রঙিন করতে আপনি যদি একটি বিশেষ স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে তিন-তিনটি কালার চেঞ্জিং বিকল্পের সন্ধান। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমরা যে ফোনগুলির কথা আজ বলব সেগুলি নিজের রঙ পরিবর্তন করতে সক্ষম, একেবারে গিরগিটির মতই। এক্ষেত্রে আপনারা Vivo থেকে শুরু করে Techno-র মত জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডসেটই হোলির দিনগুলিতে হাতে রাখতে পারবেন। তাহলে আসুন, আর দেরি না করে এইরকম রঙ পরিবর্তনকারী বিশেষ তিনটি ফোন সম্পর্কে জেনে নিই।

হোলিতে কিনতে পারেন এই তিনটি সেরা কালার চেঞ্জিং ফোন

১. Vivo V23 5G: এটি ভারতের বাজারে রঙ পরিবর্তনের সুবিধা বিশিষ্ট প্রথম ফোন। ভিভো ভি২৩ ৫জি, মিড রেঞ্জের অধীনে আসে; এর ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯০ টাকা, যেখানে এর দ্বিতীয় স্টোরেজ সংস্করণটি (১২ জিবি/২৫৬ জিবি) কিনতে গেলে ৩২,৬৯০ টাকা খরচ হবে। অন্যান্য ফিচার বলতে এই ফোনে পাবেন ৬.৪৪ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,২০০ এমএএইচ ব্যাটারি এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ফটোগ্রাফির জন্য এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল লেন্সসহ ডুয়াল ফ্রন্ট ক্যামেরা বহন করবে।

২. Vivo Y100 5G: ভিভোর এই ফোনটিও রঙ বদলাতে পারে। এর একক স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। সুবিধা বলতে এটি ৬.৩৮ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

৩. Tecno Camon 19 Pro Mondrian: এই ফোনটির ডিজাইন খুব আকর্ষণীয় এবং এটি রোদ পাওয়ার সাথে সাথে রঙ পরিবর্তন করে। এছাড়াও এতে ৬.৮ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মত ফিচার পাওয়া যাবে। এর দাম পড়বে ১৭,৯৯৯ টাকা (৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য)।