১০,০০০ টাকার কমে কিনুন এই ৪টি Samsung ফোন, মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও আরও নানা ফিচার

বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন জনপ্রিয়তা পেলেও, Samsung-এর হ্যান্ডসেটের গ্রহণযোগ্যতা এখনও তুঙ্গেই রয়েছে। বিগত দুই দশক ধরে এই দক্ষিণ কোরিয়ার ট্রেন্ড সেটিং ইলেকট্রনিক্স কোম্পানিটি ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের মোবাইল ব্যবসা চালিয়ে যাচ্ছে; এই মুহূর্তেও এটি গ্লোবাল মার্কেটের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড যা ফ্ল্যাগশিপ, মিড-রেঞ্জ, বাজেট এবং এন্ট্রি-লেভেল – বিভিন্ন দামের ফোন তৈরি করে। সেক্ষেত্রে আপনি যদি হালফিল সময়ে Samsung-এর একটি স্মার্টফোন কিনতে চান এবং আপনার বাজেট খুব বেশি না হয়, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার ব্যাপক কাজে আসবে। কারণ আজ আমরা Samsung-এর কিছু সেরা এন্ট্রি লেভেল ফোনের সন্ধান দেব, যেগুলি ব্যাকআপ বা সেকেন্ডারি হ্যান্ডসেট হিসেবে কিংবা বাড়ির সদস্যদের প্রয়োজনে কাজে আসবে।

১০,০০০ টাকার কমে কেনা যাবে এই Samsung ফোনগুলি

১. Samsung Galaxy M04: আমাদের তালিকার প্রথম স্যামসাং স্মার্টফোনটির দাম ৮,৪৯৯ টাকা। এটি ভারতের বাজারে কোম্পানির লেটেস্ট হ্যান্ডসেট যাতে ফিচার হিসেবে পাবেন ৬.৫ ইঞ্চি এলসিডি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টা-কোর প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম (৪ জিবি র‌্যাম+৪ জিবি ভার্চুয়াল র‌্যাম) এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ সফ্টওয়্যারের সাহায্যে চালিত হবে। এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য এতে মিলবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

২. Samsung Galaxy F04: এই ফোনের মূল্যও ৮,৪৯৯ টাকা। এতে আছে ৬.৫ ইঞ্চি এলসিডি এইচডি+ পিএলএস স্ক্রিন, অক্টা-কোর প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে এতে থাকবে ১৩ মেগাপিক্সেলের (অ্যাপারচার এফ/২.২) প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর। এই হ্যান্ডসেটে অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সরও বিদ্যমান।

৩. Samsung Galaxy A04e: প্রথম দুটি ফোনের তুলনায় এর দাম স্বল্প কিছুটা বেশি; গ্যালাক্সি এ০৪ই ফোন কিনতে আগ্রহীদের ৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। বদলে আপনারা পাবেন ৬.৫ ইঞ্চি এলসিডি এইচডি+ পিএলএস ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও এটিতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের লেন্সসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে; সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আবার কানেক্টিভিটির জন্য এটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, জিপিএস, গ্লোনাস, ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মত ফিচার অফার করবে।

৪. Samsung Galaxy A03s: স্যামসাংয়ের এই মডেলটিরও দাম ৯,৯৯৯ টাকা। এটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সাথে থাকবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরাসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই নয়, এই ফোনটিও ইউএসবি টাইপ-সি পোর্ট থেকে শুরু করে প্রক্সিমিটি সেন্সরের মত অপশন বহন করবে।