ফোনের সাথে ল্যাপটপও হবে চার্জ, বাজারে উপলব্ধ সেরা ৫টি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে জেনে নিন

যত দিন যাচ্ছে মার্কেটে পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এবং বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় ডিভাইস হিসেবে অধিকাংশ মানুষেরই বাড়িতে জায়গা করে নিয়েছে পাওয়ার ব্যাঙ্ক। যেকোনো গ্যাজেটে শক্তিশালী ব্যাটারি থাকলেও সারাদিন বাড়ির বাইরে কাজে ব্যস্ত থাকাকালীন যদি হঠাৎ করে চার্জ ফুরিয়ে যায়, তাহলে তখন ত্রাতারূপে অবতীর্ণ হয় এই ডিভাইস। ফলে ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ব্যাটারি সাইজের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। তবে এই মুহূর্তে ভারতীয় বাজারে সবচেয়ে শক্তিশালী হল ৩০,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাঙ্ক। সেক্ষেত্রে আপনিও যদি এই গ্যাজেট কিনতে চান, তবে আজকের প্রতিবেদনে আমরা সেরা পাঁচটি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কের কথা আপনাদেরকে জানাতে চলেছি যেগুলিতে টাইপ-সি পোর্ট থাকবে এবং এদের সাহায্যে ল্যাপটপও অনায়াসে চার্জ দেওয়া যাবে। তাহলে চলুন, শক্তিশালী পাওয়ার ব্যাঙ্কের তালিকাটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সেরা পাঁচটি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক

Mi 30000 mAh Power Bank: Mi Boost Pro নামক পাওয়ার ব্যাঙ্কটিতে রয়েছে ৩০,০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। অতিরিক্ত গরম এবং শর্ট সার্কিট সম্পর্কিত বিপদের সম্ভাবনা রোধ করতে এটিতে ১৬ স্তরীয় অত্যাধুনিক সার্কিট প্রোটেকশন বিদ্যমান। Mi Boost Pro-এ মোট চারটি পোর্ট রয়েছে যার মধ্যে দুটি ইউএসবি টাইপ-এ, একটি টাইপ-সি পোর্ট এবং একটি মাইক্রো-ইউএসবি পোর্ট। এর টাইপ-সি পোর্টটি ইনপুট পোর্টের পাশাপাশি একটি আউটপুট পোর্ট হিসেবেও কাজ করে এবং এটি পিডি ৩.০ (পাওয়ার ডেলিভারি) সাপোর্ট করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কটি ডুয়াল ইনপুট, অর্থাৎ টাইপ-সি পোর্টের মাধ্যমে ২৪ ওয়াট পর্যন্ত ও মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট পর্যন্ত ইনপুট সাপোর্ট করে।

শাওমি জানিয়েছে যে, এটিকে ২৪ ওয়াট পিডি চার্জার দিয়ে চার্জ করা হলে ফুল চার্জ হতে প্রায় ৭ ঘন্টা সময় লাগবে। আবার আউটপুটের জন্য এই ডিভাইসটিতে দুটি ইউএসবি টাইপ-এ এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে, যেগুলির সাহায্যে এটি একইসাথে ৩টি ডিভাইস চার্জ করতে পারে। এই পাওয়ার ব্যাঙ্কটির দাম ২,৪৯৯ টাকা।

Syska 30000 mAh Power Bank: Syska-র ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কে ১৮ ওয়াট ক্যুইক চার্জ ৩.০ এবং পাওয়ার ডেলিভারি ২.০ ফিচার বিদ্যমান। এটিতে তিনটি আউটপুট পোর্ট এবং শর্ট সার্কিট সংক্রান্ত সমস্যার হাত থেকে সুরক্ষার জন্য ১২ স্তরীয় অত্যাধুনিক সার্কিট প্রোটেকশন রয়েছে। মার্কেটে এটি ২,২৪৯ টাকায় কেনা যাবে।

UBON PB-X33 Jumbo Power Bank: এই পাওয়ার ব্যাঙ্কে ৩০,০০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও রয়েছে ৩ ইন ১ চার্জিং পোর্ট (দুটি ইউএসবি / টাইপ সি / মাইক্রো ইউএসবি)। এটির সাহায্যে আপনি আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছাড়াও অন্যান্য অনেক ডিভাইস চার্জ করতে পারবেন। ডিভাইসটি কিনতে হলে খরচ পড়বে ২,১৪৯ টাকা।

Romoss 30000 mAh Power Bank: Romoss-এর এই পাওয়ার ব্যাঙ্কে ৩০,০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এটিতে টাইপ-সি, মাইক্রো এবং লাইটনিং পোর্ট বিদ্যমান। এই পাওয়ার ব্যাঙ্কের দাম পড়বে ৩,২৯০ টাকা।

Ambrane 30000 mAh Power Bank: অ্যামব্রেনের ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কের দাম ২,৪৪৯ টাকা। এই ডিভাইসটির ওজন ৫৩৪ গ্রাম এবং এতে ক্যুইক চার্জ ৩.০ সাপোর্টও রয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কে এলইডি লাইট ছাড়াও টাইপ-সি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট দেখা যাবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago