Categories: Mobiles

Latest Smartphones: এই ৫টি ফোনে পাবেন সমস্ত রকম সেরা ফিচার, দাম শুরু ২০,৯৯৯ টাকা থেকে

একে অপরের সাথে পাল্লা দিতে এবং বাজারের চাহিদা মেটাতে, সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডই এখন প্রায় প্রতিদিন কোনো না কোনো নতুন হ্যান্ডসেট লঞ্চ করে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে লেটেস্ট ফিচারযুক্ত কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে Xiaomi থেকে শুরু করে iQOO-র মত কোম্পানির পাঁচ-পাঁচটি সেরা ফোনের সন্ধান। এই স্মার্টফোনগুলি ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে – কারণ এদের লুক বা ডিজাইন প্রিমিয়াম বেশ চমকপ্রদ, আর তার সাথে এগুলিতে রয়েছে 5G কানেক্টিভিটি, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফ্ল্যাগশিপ ক্যামেরার মত অনেক দুর্দান্ত স্পেসিফিকেশন। এগুলি Amazon India থেকে সহজেই কেনা যাবে।

এই পাঁচটি স্মার্টফোনে মিলবে সেরার সেরা ফিচার, জেনে নিন দাম

১. OnePlus 10 Pro 5G – Emerald Forest: ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির প্রারম্ভিক দাম ৬০,৯৯৯ টাকা। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৭ ইঞ্চি কিউএইচডি+ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং ইত্যাদি ফিচার রয়েছে। সাথে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি (Sony IMX 789 সেন্সর) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যা হ্যাসেলব্লাডের সহযোগিতায় নির্মিত। এছাড়া এই আকর্ষণীয় ডিজাইনের ফ্ল্যাগশিপ ফোনটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও অফার করবে।

২. Xiaomi 12 Pro | 5G – Opera Muave: এই স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ৫৫,৯৯৯ টাকা থেকে (৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য)। ফিচার বলতে এতে পাওয়া যাবে ৬.৭৩ ইঞ্চি ২কে+ (2K+) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৬০০ এমএএইচের ব্যাটারি। অন্যদিকে এই শাওমি ফোনটি ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। পাশাপাশি থাকবে হার্মান-কার্ডনের কোয়াড স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোস প্রযুক্তিও।

৩. iQOO 11 5G: এই স্মার্টফোনটি গেমিংয়ের জন্য দুর্দান্ত হতে পারে। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ২কে ই৬ (2K E6) অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অন্যদিকে এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হয়, যেখানে ক্রেতারা ১৬ জিবি পর্যন্ত র‌্যাম অপশন বেছে নিতে পারবেন; থাকবে এক্সটেন্ডেড র‌্যামের সুবিধাও। শুধু তাই নয়, এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফিচার বহন করবে। আবার ফটোগ্রাফির জন্য এটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। আইকো ১১ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ৫৯,৯৯৯ টাকা থেকে।

৪. Tecno Phantom X: এই ফোনটি মিড রেঞ্জে আসে, এর (৮ জিবি/২৫৬ জিবি মডেলের) দাম ২৫,৯৯৯ টাকা। সেক্ষেত্রে এতে ইউজাররা পাবেন ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, হেলিও জি৯৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ভার্চুয়াল র‌্যাম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত ফিচার। তাছাড়া টেকনো ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (যা ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মোড অফার করবে) এবং ৪৮ মেগাপিক্সেল লেন্সযুক্ত ডুয়াল ফ্রন্ট ক্যামেরা বহন করবে।

৫. Redmi Note 11 Pro+ 5G: এই রেডমি ফোনে ৫জি কানেক্টিভিটির সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। ফোনটির দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago