স্টোরেজের অব্যবহৃত অংশ র‌্যাম হিসেবে ব্যবহার করার সুযোগ, Samsung-এর এই ফোনে এল RAM Plus ফিচার

ইন্টারনাল স্টোরেজের অব্যবহৃত অংশের খানিকটা নিয়ে যাতে র‌্যাম হিসেবে ব্যবহার করা যায়, সেই ভাবনা থেকেই উৎপত্তি হয়েছে স্মার্টফোনের ভার্চুয়াল র‌্যাম ফিচারের। শুরুটা চাইনিজ স্মার্টফোন নির্মাতারা শুরু করেছিলেন। এখন তাদের দেখাদেখি সিংহভাগ স্মার্টফোন সংস্থা ভার্চুয়াল র‌্যাম চালু করছে। আবার দেওয়া হচ্ছে বিভিন্ন পোশাকি নাম – এক্সটেন্ডেড র‌্যাম, মেমরি এক্সপ্যানশান, প্রভৃতি। বিলম্বে হলেও Samsung সম্প্রতি ভার্চুয়াল র‌্যাম ফিচারের সাথে তাদের প্রথম স্মার্টফোন Galaxy A52s 5G লঞ্চ করেছে। স্যামসাংয়ের ভাষায় যাকে বলা হচ্ছে RAM Plus। এবার Galaxy A52 স্মার্টফোনেও ফিচারটি রোলআউট করা হচ্ছে।

কয়েকঘন্টা আগে Galaxy A52-তে অক্টোবর ২০২১-এর সিকিউরিটি প্যাচ আপডেট ঢুকতে শুরু করেছে। স্যামমোবাইলের রিপোর্ট অনুসারে, সিস্টেম আপডেটটির সাথে RAM Plus ফিচারও দেওয়া হয়েছে।

এতএব, যে সব Galaxy A52 ইউজার লেটেস্ট ফার্মওয়্যারে আপডেট করেছেন তারা এখন স্মার্টফোনে র‌্যামের পরিমাণ বেশি পাবেন। ফিচারটি এসেছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য ইউজারদের সেটিংসে গিয়ে ব্যাটারি ও ডিভাইস কেয়ারে ক্লিক করে মেমরি অপশনে যেতে হবে।

উল্লেখ্য, র‌্যাম প্লাস ফ্লিচারটি স্যামসাংয়ের ডিভাইসে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম যোগ করছে। যদিও বর্তমানে ব্যবহারকারীরা ফিচারটি অফ করে রাখার সুবিধা পাচ্ছেন না। একই সঙ্গে র‌্যাম ইচ্ছামতো কমানো বা বাড়ানোর বিকল্প ইউজারদের দেওয়া হচ্ছে না। কিন্তু রিয়েলমি ব্যবহারকারীরা ভার্চুয়াল র‌্যাম কাস্টমাইজেশনের সুবিধা পান। ফলে ভবিষ্যতে একই সুবিধা স্যামসাংয়ের ফোনেও পাওয়া যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন