Norton V4CR: টিভিএস এর হাত ধরে নবজন্ম, 185 হর্সপাওয়ারের গতিদানব লঞ্চ করল ব্রিটিশ বাইক নির্মাতা নর্টন

ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা নর্টন (Norton) তাদের প্রথম ক্যাফে রেসার বাইকের আনুষ্ঠানিক লঞ্চ করল। যার নাম – Norton V4CR। এটি তাদের V4SV-এর উপর ভিত্তি করে এসেছে। TVS-এর মালিকানাধীন সংস্থাটি বাইকটির মাত্র ২০০ ইউনিট বিক্রির পরিকল্পনা করছে। প্রতিটির দাম ৪১,৯৯৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২.৮১ লক্ষ টাকা।

Norton V4CR : ডিজাইন

Norton V4CR-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি হাতে নির্মিত অ্যালুমিনিয়াম ফ্রেম, টাইটেনিয়াম এগজস্ট সিস্টেম, উন্মুক্ত এয়ার ইনটেক। আবার পেছনের অংশটি ছোট ও চওড়া। এছাড়া আছে এলইডি হেডলাইট এবং ১৫ লিটার আন্ডার সিট ফুয়েল ট্যাঙ্ক।

Norton V4CR : ইঞ্জিন ও হার্ডওয়্যার

উচ্চমূল্যের V4CR-এ উপস্থিত একটি ১২০০ সিসি, ৭২ ডিগ্রী V4 ইঞ্জিন। যা থেকে ১৮৫ বিএইচপি শক্তি এবং ১২৫ এনএম টর্ক উৎপন্ন হয়। বাই-ডিরেকশনাল কুইক-শিফ্টার সহ ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।

উভয়দিকে রয়েছে Ohlins-এর সাসপেনশন। যেখানে বাইকটিতে ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে ব্রেম্বো ক্যালিপার। Norton V4CR-তে উপস্থিত লিন অ্যাঙ্গেল সেন্সিটিভ ট্রাকশন কন্ট্রোল এবং থ্রি-ইঞ্জিন মোড। মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে কিলেস ইগনিশন এবং একটি ফুল-কালার সিক্স-ইঞ্চি টিএফটি ডিসপ্লে।