Samsung ফোনের উপর ১৩ হাজার টাকা ডিসকাউন্ট, ২০ হাজার টাকার কমে ১০৮ এমপি ক্যামেরার ফোন

আপনি যদি অতিশয় সস্তায় একটি নতুন 4G অথবা 5G-এনাবল স্মার্টফোন কিনতে আগ্রহী হন, তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুখবর! আসলে Amazon Great Indian Festival Sale চলাকালীন Samsung -এর Galaxy M-সিরিজ অধীনস্ত কয়েকটি হ্যান্ডসেটকে ১৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ বিক্রি করা হবে। উল্লেখিত ডিসকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত থাকছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, উক্ত ই-কমার্স প্ল্যাটফর্মটি তাদের এই সেলকে SBI ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে লাইভ করার ঘষোণা করেছে। ফলে এই ব্যাঙ্কের কার্ডধারীরা ধার্য মূল্যের উপর ফ্লাট ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হস্তগত করতে পারবেন। যাইহোক, Amazon তাদের প্রাইম মেম্বারদের আজ থেকে আলোচ্য সেলটির আর্লি অ্যাক্সেস প্রদান করেছে। আর আগামীকাল অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর থেকে আপামর ভারতবাসীর জন্য এই সেলের দ্বার খুলে দেওয়া হবে। তাই চলুন আর দেরি না করে এক্ষুনি কোন কোন Samsung Galaxy M-সিরিজের স্মার্টফোনকে Amazon Great Indian Festival Sale -এ ভারী ডিসকাউন্ট ও অফারের সাথে বিক্রি করা হচ্ছে সেই সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Amazon Great Indian Festival Sale -এ অফারের সাথে উপলব্ধ Samsung ব্র্যান্ডিং স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy M53 5G : ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি স্মার্টফোনের এমআরপি (MRP) ৩২,৯৯৯ টাকা। তবে অ্যামাজন আনীত সেলে আপনারা আলোচ্য মডেলটিকে ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে মাত্র ১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ফিচার হিসাবে এই ফোনে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ইনফিনিটি-ও সুপার AMOLED+ ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর সমন্বিত থাকছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। এছাড়া, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আর সংস্থার দাবি অনুসারে, এতে স্যামসাংয়ের নিজস্ব ‘র‌্যাম প্লাস’ ফিচার বিদ্যমান, যা ভার্চুয়াল র‌্যাম হিসাবে ৮ জিবি পর্যন্ত অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করতে দেবে।

Samsung Galaxy M33 5G : স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে আপনারা এই ফোনকে ব্যাঙ্ক অফার সহ মাত্র ১১,৯৯৯ টাকা খরচ করে নিজের নামে করতে পারবেন। বিশেষত্বের প্রসঙ্গে বললে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে প্যানেল রয়েছে। ফোনটি নাম-বিহীন ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর সহ এসেছে। এছাড়া এতে – ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Samsung Galaxy M32 : ১৬,৯৯৯ টাকার প্রাইজ ট্যাগের সাথে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম৩২ স্মার্টফোনকে প্রাইম মেম্বাররা আজ এবং সাধারণ গ্রাহকেরা আগামীকাল থেকে অ্যামাজন সেলের মাধ্যমে মাত্র ১০,৪৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। এই দাম ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-ভ্যারিয়েন্টের। এই মডেলের ফিচার তালিকায় – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২০০৯ পিক্সেল) AMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে প্যানেল, মালি জি৫২ জিপিইউ, মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিন, ৬৪ মেগাপিক্সেল ISOCELL GW3 প্রাইমারি সেন্সর সমন্বিত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ২০ মেগাপিক্সেল সেলফি সেন্সর সামিল রয়েছে। এছাড়া এই ডিভাইস ১৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।