Categories: Mobiles

Smartphones: আগামী মাসে বাজারে আসছে Nothing, Samsung, OnePlus এর নতুন ফোন, দেখে নিন তালিকা

স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং একই সাথে ক্রেতাদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন দামের ও নিত্যনতুন ফিচারের সাথে হ্যান্ডসেট লঞ্চ করছে। যেমন চলতি মাসে আমরা একাধিক উল্লেখযোগ্য স্মার্টফোনকে ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে দেখেছি। ঠিক একই ভাবে, আগামী মাসে অর্থাৎ জুনে – OnePlus, Nothing, Realme, Motorola সহ একাধিক নামিদামি ব্র্যান্ড তাদের লেটেস্ট ডিভাইসগুলিকে লঞ্চ করার প্রস্তুতি চালাচ্ছে৷ এক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে উক্ত সংস্থাগুলি আগামী মাসে মিড-রেঞ্জ এবং হাই-রেঞ্জ ক্যাটাগরির অধীনে নতুন স্মার্টফোন উন্মোচন করবে। এই তালিকায় – বহুল প্রতীক্ষিত Nothing Phone (2) থেকে শুরু করে Samsung Galaxy S23 FE, OnePlus Nord 3, iQOO Neo 7 Pro, এবং Motorola X40 সামিল রয়েছে। চলুন ২০২৩ সালের জুন মাসে আসন্ন উল্লেখিত স্মার্টফোনগুলির সম্ভাব্য ফিচার এবং লঞ্চের টাইমলাইন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে তা জেনে নেওয়া যাক এবার…

২০২৩ সালের জুন মাসে আসন্ন ৫টি স্মার্টফোনের তালিকা

Nothing Phone (2) :

নাথিং ফোন (২) এই মুহূর্তে বাজারে সবচেয়ে আলোচিত আপকামিং মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে একটি। নাথিং ব্র্যান্ডের সিইও কার্ল পেই সম্প্রতি টুইটারের মাধ্যমে তাদের এই দ্বিতীয় হ্যান্ডসেটের – প্রসেসর, ব্যাটারির ক্ষমতা, ক্যামেরা বিভাগ এবং ডিজাইন ইত্যাদি সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। জানা যাচ্ছে, ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট ফোনের ক্যামেরা বিভাগ আপগ্রেড করতে সাহায্য করবে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, উক্ত হ্যান্ডসেটে পেরিস্কোপ লেন্স দেওয়া হতে পারে এবং রিয়ার সেন্সরগুলি একাধিক অ্যাডভান্স ক্যামেরা মোড সাপোর্ট করবে। তদুপরি এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নাথিং ফোন (২) -তে ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ফাস্ট ওয়্যারড এবং ওয়্যারলেসে চার্জিং সাপোর্ট করবে সম্ভবত। নাথিং ফোন (২) -কে জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুতে লঞ্চ করা হতে পারে।

OnePlus Nord 3 :

জুন মাসে লঞ্চ হতে পারে এমন আরেকটি স্মার্টফোন হল ওয়ানপ্লাস নর্ড ৩। এটি ওয়ান প্লাস এসি ২ভি (OnePlus Ace 2V) ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসবে বলে জানা যাচ্ছে। ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের এই আসন্ন মিড-রেঞ্জ ফোনটি পূর্বসূরি নর্ড ২টি (Nord 2T) -এর তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার সহ আসবে। এক্ষেত্রে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড ৩ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকবে। এতে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। আবার সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে বলে আশা করা হচ্ছে।

iQOO Neo 7 Pro :

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্থাৎ জুন মাসেই ভারতের বাজারে পা রাখতে পারে আইকো নিও ৭ প্রো। এই স্মার্টফোনটি সংস্থার পোর্টফোলিওতে বিদ্যমান আইকো নিও ৭ (iQOO Neo 7) এবং আইকো ১১ (iQOO 11) মডেল দুটির মধ্যে অবস্থান করবে। ফিচারের কথা বললে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে। এছাড়াও, উক্ত হ্যান্ডসেটে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে প্যানেল এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ বড় ব্যাটারি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Motorola X40 :

মোটোরোলা এক্স৪০ হল আরেকটি দুর্দান্ত স্মার্টফোন, যা জুন মাসের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। ডিভাইসটিতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দেওয়া হবে। এটি – ৬.৭-ইঞ্চির ডিসপ্লে সহ আসবে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা অফার করবে। এছাড়া ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং পাবে। জানিয়ে রাখি, কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে ২০২৩ সালে লঞ্চ হওয়া সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোনগুলির মধ্যে একটি হবে মোটোরোলা এক্স৪০।

Samsung Galaxy S23 FE :

স্যামসাং তাদের ‘ফ্যান-এডিশন’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই নামের একটি আপকামিং হ্যান্ডসেটে ফ্ল্যাগশিপ এক্সিনস ২২০০ প্রসেসর দেওয়া হবে। ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিন সহ লঞ্চ হতে পারে। এছাড়া পূর্ববর্তী ‘ফ্যান এডিশন’ স্মার্টফোনের মতো আসন্ন গ্যালাক্সি এস২৩ এফই মডেলটিও ওয়্যারলেস চার্জিং সমর্থিত ব্যাটারি এবং জল ও ধুলো প্রতিরোধী আইপি রেটিং পাবে বলে আশা করা হচ্ছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago