Tunez B60 ব্লুটুথ হেডফোন ভারতে লঞ্চ হল, দাম আপনার সাধ্যের মধ্যে

লাইফস্টাইল প্রোডাক্ট ব্যান্ড Tunez ভারতে লঞ্চ করল তাদের নতুন B60 ব্লুটুথ হেডফোন। প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে সংস্থার কো ফাউন্ডার শীতল প্রসান্থ জানান, ‘প্রতিযোগিতামূলক মূল্যে উন্নত মানের…

লাইফস্টাইল প্রোডাক্ট ব্যান্ড Tunez ভারতে লঞ্চ করল তাদের নতুন B60 ব্লুটুথ হেডফোন। প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে সংস্থার কো ফাউন্ডার শীতল প্রসান্থ জানান, ‘প্রতিযোগিতামূলক মূল্যে উন্নত মানের পণ্য অফার করাই আমাদের সংস্থার মূল লক্ষ্য। তাই বাজেটি রেঞ্জে মূলত সঙ্গীতপ্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন এই হেডফোনটি। যেহেতু একবার চার্জে এটি কুড়ি ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করতে সক্ষম, তাই সারাদিন গান শুনলেও চার্জ দেওয়ার জন্য ব্যবহারকারীকে কোনো চিন্তা করতে হবে না।’ চলুন Tunez B60 ব্লুটুথ হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের জেনে নেওয়া যাক।

Tunez B60 হেডফোনের দাম ও লভ্যতা

ভারতে টিউনেজ বি৬০ হেডফোনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়া দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যের প্রায় ২০০টিরও বেশি অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে হেডফোনটি। ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালারের উপলব্ধ নতুন এই হেডফোন।

Tunez B60 ব্লুটুথ হেডফোনের স্পেসিফিকেশন

হাই কোয়ালিটি সাউন্ড এক্সপেরিয়েন্স অফার করার জন্য নবাগত টিউনেজ বি৬০ হেডফোনে রয়েছে এইচডি ক্লারিটি সাউন্ড সহ ম্যাক্স বেস স্পিকার। শুধু তাই নয়, দ্রুত কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন।

এছাড়া টিউনেজ বি৬০ হেডফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ৪০০এমএইচ ব্যাটারি, যা একবার চার্জে কুড়ি ঘন্টা পর্যন্ত মিউজিক টাইম অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। উপরন্তু এতে ২৪ ঘন্টা পর্যন্ত এতে একটানা কথা বলা যাবে। এমনকি মাইক্রো ইউএসবি চার্জারের মাধ্যমে দু ঘন্টায় এটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। আবার Tunez B60 ব্লুটুথ হেডফোনটি সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ আসায় ব্যবহারকারী তার ভয়েস কমান্ডের মাধ্যমে হেডফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।