Ulefone Armor 15: বিশ্বের প্রথম ইয়ারফোন যুক্ত রাগড স্মার্টফোন লঞ্চ হল, রয়েছে 6600mAh ব্যাটারি

Ulefone আজ Armor 15 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করলো। বিশেষত্বের কথা বললে, এটি হল বিশ্বের প্রথম বিল্ট-ইন ট্রুলি ওয়্যারলেস স্টেরিও বা TWS ইয়ারবাডস সহ…

Ulefone আজ Armor 15 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করলো। বিশেষত্বের কথা বললে, এটি হল বিশ্বের প্রথম বিল্ট-ইন ট্রুলি ওয়্যারলেস স্টেরিও বা TWS ইয়ারবাডস সহ আসা রগড স্মার্টফোন। আরো সোজা ভাষায় বললে, সংস্থাটি তাদের এই লেটেস্ট মডেলকে ২-ইন-১ স্মার্টফোন ‘কাম’ ইয়ারবাডস ডিজাইন সহিত নিয়ে এসেছে। ফিচার হিসাবে এতে – HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬,৬০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। আবার ডিভাইসটি MIL-STD-810G গ্রেড প্রত্যয়িত হওয়ায় যথেষ্ট টেকসই। এছাড়া সংস্থার দাবি অনুসারে, এই হ্যান্ডসেট একক চার্জে সর্বোচ্চ ৫০৫ ঘন্টা এবং ইয়ারবাডসটি ৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফারে সক্ষম। প্রসঙ্গত Ulefone ই-কমার্স সাইট Kickstarter -এর সাথে অংশীদারিত্বে এই নয়া বাজেট-রেঞ্জ হ্যান্ডসেটকে ঘোষণা করেছে। চলুন Ulefone Armor 15 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ইউলেফোন আর্মর ১৫ -এর দাম (Ulefone Armor 15 price)

ইউলেফোন আর্মর ১৫ স্মার্টফোনকে ‘সুপার আর্লি বার্ড প্রাইস’ ডিলের অধীনে ১৬৯.৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১৩,৫০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছে। এই মডেলটি বর্তমানে অনলাইন শপিং পোর্টাল কিকস্টার্টার (Kickstarter) -এ উপলব্ধ। উক্ত ডিভাইসকে কতদিনে ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ করা হবে সেই তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি ইউলেফোন।

ইউলেফোন আর্মর ১৫ -এর স্পেসিফিকেশন (Ulefone Armor 15 specifications)

ইউলেফোন আর্মর ১৫ স্মার্টফোনে একটি ৫.৪৫-ইঞ্চির এইচডি প্লাস (১৪৪০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম বর্তমান। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ওএস দ্বারা চালিত এবং এটি NFC ফাংশন সমর্থন করে।

এবার আসা যাক এই এর বিশেষত্ব প্রসঙ্গে। ইউলেফোন আর্মর ১৫ স্মার্টফোনে ইন-বিল্ট TWS ইয়ারবাড আছে। অর্থাৎ ডিভাইসের ডিসপ্লের ঠিক উপরি প্রান্তে একটি ইয়ারবাড অবস্থিত, যা দরজা-আকৃতির কভারের ভিতরে আছে এবং প্রয়োজনে এই কভার সরিয়ে অডিও ডিভাইসটি ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, ইয়ারবাডটি বের করে কানে লাগনো মাত্রই, তা অবিলম্বে উক্ত স্মার্টফোনের সাথে কানেক্ট হবে যাবে৷ উভয় ইয়ারবাডেই মাল্টি-কন্ট্রোল স্মার্ট-কী বিদ্যমান, যার মাধ্যমে মিউজিক প্লে/পজ, কল রিসিভ/রিজেক্ট এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার অ্যাক্সেস করতে পারবেন ইউজাররা। এটি ব্লুটুথ ভি৫.০ সমর্থন করে এবং প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

Ulefone Armor 15 -এ থাকা TWS ইয়ারবাডের জন্য আলাদা কোনো চার্জিং কেস দেওয়া হয়নি। কারণ এগুলি স্মার্টফোনের ভিতরে থাকা অবস্থাতেই চার্জ হয়ে যায়। এক্ষেত্রে, উক্ত স্মার্টফোনে ৬,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফোন এবং ইয়ারবাড উভয়কেই চার্জ করতে সক্ষম। সংস্থার দাবি অনুসারে, একক চার্জে এই ইয়ারবাডটি ৫ ঘন্টা পর্যন্ত এবং স্মার্টফোনটি ৫০৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে৷

অন্যান্য ফিচারের কথা বললে, Ulefone Armor 15 স্মার্টফোনে রয়েছে ডুয়াল ফ্রন্ট-ফেসিং স্পিকার, ডুয়াল স্মার্ট পিএ, এবং ম্যাক্স ২ওয়াট পাওয়ার। এতে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটি IP68 / 69K রেটিং প্রাপ্ত, ফলে এটি জল, ধুলো এবং শক-প্রুফ। পরিশেষে, Ulefone Armor 15 হল MIL-STD-810G গ্রেড প্রত্যয়িত, যার দরুন এর বডি স্ট্রাকচার পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি টেকসই এবং মজবুত।