Mobile Phone: ৬০০০ টাকার কমে ৮ জিবি র‌্যামের স্মার্টফোন, অবিশ্বাস্য অফার শুধু এখানে

৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের একটি ফোন এখন ৬,০০০ টাকার কমে পাওয়া যাবে। এই ফোনের নাম Itel A60s

কম দামে দুর্দান্ত ফিচারযুক্ত ফোন কিনতে কে না চায়? আপনিও যদি এই মুহূর্তে এমন কোনো স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে জানাই যে, ৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের একটি ফোন এখন ৬,০০০ টাকার কমে পাওয়া যাবে। এই ফোনের নাম Itel A60s। এতে আছে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট। অর্থাৎ মোট ৮ জিবি র‌্যামের সুবিধা পাওয়া যাবে।

Itel A60s-এর উপর অফার

আকর্ষণীয় ফিচারের বাজেট ডিভাইস আইটেল এ৬০এস-এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। তবে শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ২৪ শতাংশ ছাড়ের পরে এটি এখন ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার এইউ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে ১০% অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে, যার পরে এর দাম কমে ৬,০০০ টাকা হবে।

এছাড়া, HSBC Cashback Card ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে Itel A60s আরও ৫% ডিসকাউন্টে খরিদ করা যাবে। শুধু তাই নয়, এই ডিভাইসের উপর ৬,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও পাওয়া যাবে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। হ্যান্ডসেটটি পাওয়া যাবে গ্লেসিয়ার গ্রিন, মুনলিট ভায়োলেট, শ্যাডো ব্ল্যাক কালার অপশনে। 

Itel A60s এর স্পেসিফিকেশন ও ফিচার

Itel A60s-এ আছে ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে এবং ৬৪ জিবি স্টোরেজ। আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এতে ৮ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এই ডিভাইসের সাথে ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও পাওয়া যায়। আবার Itel A60s সিকিউরিটির জন্য রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ফেস আনলক অপশন অফার করবে।