Categories: Mobiles

ডিসেম্বরের শেষ সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ফোনগুলি, তালিকায় আছে Samsung, Huawei, iQOO

২০২৩ সালের শেষ সপ্তাহেও নতুন স্মার্টফোন লঞ্চ করছে টেক ব্র্যান্ডগুলি। এক্ষেত্রে আগামী সপ্তাহে মোট তিনটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। যার মধ্যে Huawei এবং iQOO তাদের হোম-মার্কেট অর্থাৎ চীনে দুটি ইভেন্ট আয়োজন করবে। উভয় সংস্থাই হাই মিড-রেঞ্জ বা সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম হ্যান্ডসেটের ঘোষণা করবে। অন্যদিকে তৃতীয় ইভেন্টটি আয়োজন করবে Samsung, যা কিনা ভারতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থাটি এই ইভেন্টে, বাজেট সেগমেন্টের দুটি নয়া 5G স্মার্টফোনের উপর থেকে পর্দা সরাতে চলেছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনগুলি

১. Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G:

আগামী ২৬শে ডিসেম্বর দুপুর ১২:৩০টায় স্যামসাং ভারতের মাটিতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্ট চলাকালীন সংস্থাটি – Galaxy A25 5G এবং Galaxy A15 5G নামের দুটি নতুন বাজেট-রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করবে।

ভারতে আসন্ন এই হ্যান্ডসেটদুটি ইতিমধ্যেই বেশকয়েকটি আঞ্চলিক বাজারে আত্মপ্রকাশ করেছে। যেকারণে এগুলির ফিচার আমাদের জানা। Samsung Galaxy A15 এবং Galaxy A25 ফোনে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ ও এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হবে। উভয় মডেলেই – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার থাকবে। তবে সেকেন্ডারি লেন্সের রেজোলিউশন ভিন্ন থাকবে। যেমন, Galaxy A15 ফোনে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হবে এবং Galaxy A25 -এ থাকবে OIS সমর্থিত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ইউনিট। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.০ (One UI 6.0) কাস্টম স্কিনের রান করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য, ২৫ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।

২. Huawei Nova 12 সিরিজ:

স্যামসাংয়ের ন্যায় হুয়াওয়েও একই দিনে অর্থাৎ ২৬শে ডিসেম্বর তাদের এই লেটেস্ট স্মার্টফোন সিরিজটি লঞ্চ করতে চলেছে। তবে এই লঞ্চ ইভেন্টটি চীনে অনুষ্ঠিত হবে। জানা গেছে, আসন্ন লাইনআপটির অধীনে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা – Huawei Nova 12, Huawei Nova 12 Pro, Huawei Nova 12 Ultra, এবং Huawei Nova 12 Lite (ওরফে Vitality Edition)।

ব্র্যান্ডের পক্ষ থেকে এতদিন উল্লেখিত ফোনগুলির ডিজাইন এবং কালার বিকল্প সংক্রান্ত তথ্যই শুধুমাত্র প্রকাশ করা হয়েছে। তবে পূর্বে প্রকাশিত কয়েকটি লিক অনুসারে, প্রথম তিনটি মডেল আন্ডারক্লকড হাইসিলিকন কিরিন ৯০০০এস চিপসেট দ্বারা চালিত হতে পারে। এক্ষেত্রে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Huawei Nova 12 -এ অঘোষিত কিরিন ৮৩০ প্রসেসর ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ‘লাইট’ ভ্যারিয়েন্টে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। এছাড়া, ‘আল্ট্রা’ মডেলে ভ্যারিয়েবল অ্যাপারচার সমর্থিত OmniVision OV50H প্রাইমারি ক্যামেরা এবং স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে।

৩. iQOO Neo 9 সিরিজ:

আগামী ২৭শে ডিসেম্বর স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টার সময়ে চীনে আত্মপ্রকাশ করবে iQOO Neo 9 সিরিজ।

সম্প্রতি প্রকাশ্যে আসা টিজার অনুসারে, আলোচ্য সিরিজের অধীনে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে, যথা – iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro। এগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। উভয় হ্যান্ডসেটেই ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে OLED ডিসপ্লে দেখা যাবে। আবার ক্যামেরা বিভাগের কথা বললে, ফোন দুটি OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX920 প্রাইমারি সেন্সর অফার করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro স্মার্টফোন – রেড অ্যান্ড হোয়াইট সোল, নটিক্যাল ব্লু এবং ফাইটিং ব্ল্যাক কালার অপশনে আসবে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

11 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

55 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago