Redmi, Samsung থেকে OnePlus, আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ৭টি স্মার্টফোন

List of Upcoming Smartphones: আগামী সপ্তাহে মোট ৭টি স্মার্টফোন ভারত তথা গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। তবে, এগুলির মধ্যে মাত্র ২টি হল ‘ব্র্যান্ড-নিউ’ স্মার্টফোন এবং বাকি ৫টি অন্যান্য আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবেই, আপকামিং স্মার্টফোনগুলি ভিন্ন ভিন্ন সংস্থার হবে। সেক্ষেত্রে, Samsung, Poco, Redmi, Black Shark, realme, Infinix এবং OnePlus আসন্ন লঞ্চ ইভেন্টগুলি আয়োজনের নেপথ্যে থাকবে। চলুন এবার আগামী সপ্তাহে কোন কোন বহুল চর্চিত স্মার্টফোন কোথায় লঞ্চের মুখ দেখতে চলেছে তা এবার দেখে নেওয়া যাক।

আগামী সপ্তাহে আসন্ন স্মার্টফোনের তালিকা (list of Upcoming Smartphones of Next Week)

১. Samsung Galaxy M53 5G: স্যামসাং আগামী ২৭শে মার্চ, ভিয়েতনামে গ্যালাক্সি এম৫৩ ৫জি নামে একটি নতুন মিড-রেঞ্জার স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে। ডিভাইসটি, বিদ্যমান Galaxy M52 5G ফোনের উত্তরসূরি হিসাবে আসবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, আপকামিং এই ফোনে একধিক আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। যেমন এতে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ, কোয়াড রিয়ার ক্যামেরা (১০৮+৮+২+২ মেগাপিক্সেল) সেটআপ, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসবে স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে চলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। প্রসঙ্গত, কোনও ইন-বক্স চার্জার দেওয়া হবে না।

২. Poco X4 Pro 5G: একাধিক আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করার পর এবার, পোকো এক্স৪ প্রো ৫জি ভারতে আসতে চলেছে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে পোকো। সংস্থার এই বহু প্রত্যাশিত স্মার্টফোনটি আগামী ২৮শে মার্চ ঠিক দুপুর ১২টা নাগাদ ভারতের বাজারে পা রাখবে। আর লঞ্চ ইভেন্টের পুরো কার্যক্রম সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রসার করা হবে।

পোকো এক্স৪ প্রো ৫জি হ্যান্ডসেটের গ্লোবাল ও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে শুধুমাত্র ক্যামেরা সেটআপ-গত পার্থক্য থাকবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে, গ্লোবাল মার্কেটে আগত উক্ত ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকলেও, ভারতীয় সংস্করণের প্রাইমারি সেন্সরটি হবে ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া বাদবাকি সমস্ত স্পেসিফিকেশন গ্লোবাল ভার্সনের অনুরূপ। যেমন, হ্যান্ডসেটটি একটি ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে, ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। ফোনটি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম রমের সাথে ভারতের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে‌।

৩. Redmi Note 11 Pro+ 5G: শাওমি, আগামী ২৯শে মার্চ একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। কনফারেন্সটিকে নির্ধারিত দিনে সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিকেল ৮টা (GMT+8/Greenwich Mean Time) বা ভারতীয় সময়ে মধ্যরাত ১.৩০মিনিট নাগাদ লাইভ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে, রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনকে এই একই দিনে লঞ্চ করা হবে বিশ্ববাজারে।

সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার চীনা সংস্করণের অনুরূপ হবে। যদিও, চিনে এই ফোনটি শাওমি ১১আই হাইপারচার্জ নামে লঞ্চ হয়েছিল। যাইহোক, উক্ত ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ওএস সহ আসবে। স্টোরেজ হিসাবে ফোনে, LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 রম পাওয়া যাবে। এছাড়া, ট্রিপল রিয়ার ক্যামেরা (১০৮+৮+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। সাথে, ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৪. Black Shark 5 Series: ব্ল্যাক শার্ক ৫ সিরিজের উপর থেকে আগামী ৩০শে মার্চ পর্দা ওঠানো হবে। লঞ্চের অনুষ্ঠানটি শুরু হবে, সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম জোন অনুসারে বিকেল ৭টা এবং ভারতীয় সময়ে ভোর ৫টা নাগাদ। এই কার্যক্রমকে, চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো এবং অন্যান্য জনপ্রিয় চীনা ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে।

আসন্ন সিরিজের অধীনে – Black Shark 5, Black Shark 5 Pro, এবং Black Shark 5 RS নামে মোট তিনটি মডেল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি তাদের এই সিরিজকে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের সাথে নিয়ে আসবে বলে জানা গেছে। উপরিউক্ত তথ্য ছাড়া, এই গেমিং স্মার্টফোনগুলির সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে, এই ফোন-ত্রয়ী ম্যাগনেটিক শোল্ডার কী -এর সাথে উপলব্ধ হতে পারে।

৫. Realme C31: রিয়েলমি সি৩১ স্মার্টফোনকে আগামী ৩১শে মার্চ একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের মাধ্যমে ভারতে লঞ্চ করে দেওয়া হবে। ইভেন্টটি নির্ধারিত দিনে ঠিক দুপুর ১২.৩০মিনিট নাগাদ লাইভ হয়ে যাবে।

এই স্মার্টফোনকে গতপরশু অর্থাৎ ২৪শে মার্চ ইতিমধ্যেই ইন্দোনেশিয়াতে লঞ্চ করে দেওয়া হয়েছে। ফলে এর ফিচার-তালিকা আমাদের অজানা নয়। সেক্ষেত্রে, এই বাজেট-রেঞ্জের ফোনে – একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১৬.৭ মিলিয়ন কালার অফার করে। রিয়েলমি সি৩১, ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক ইউনিসক টি৬১২ প্রসেসর সহ এসেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস পাওয়া যাবে। এতে ৪ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। উক্ত ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এছাড়া, একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে ফোনে। রিয়েলমি সি৩২ -এ, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

৬. Infinix Hot 11 2022: ইনফিনিক্সের এই স্মার্টফোনকে আগামী ৩১শে মার্চ ভারতের বাজারে লঞ্চ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সাথে আরো জানা গেছে যে, ফোনটির দাম ১০,৯৯৯ টাকা থেকে ১১,৯৯৯ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনে দেওয়া হবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এটি মালি জি৫২ জিপিইউ সহ অক্টা কোর ইউনিসক টি৭০০ প্রসেসর সহ আসতে পারে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট করবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এই আপকামিং ডিভাইসে এতে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ওয়ার চার্জিং সাপোর্ট করবে।

৭. OnePlus 10 Pro: ওয়ানপ্লাস ১০ প্রো ভারতে লঞ্চ হচ্ছে চলতি মাসের শেষ দিন অর্থাৎ আগামী ৩১শে মার্চ। গতপরশু সংস্থার তরফ থেকে টুইটারে একটি টিজার পোস্ট করে ফোনটির লঞ্চের টাইম নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে, লঞ্চ ইভেন্ট শুরু হবে ঠিক বিকেল ৭.৩০মিনিট নাগাদ এবং এই পুরো কার্যক্রমকে সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে।

উল্লেখ্য, বছরের শুরুতেই ফোনটি চীনে আত্মপ্রকাশ করেছিল। সেই একই ফিচার সহ এই ফোনটি ভারতে আসছে বলে জানা গেছে। যেমন, ওয়ানপ্লাসের এই ফোনে, গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে আছে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ উপলব্ধ। ফটোগ্রাফির জন্য ডিভাইসে, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৯ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আর সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট-ফেসিং শুটার। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ভারতে ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ ইউজার ইন্টারফেসে চলবে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago