অ্যান্ড্রয়েড স্মার্টফোন ফরম্যাট করতে চান? এই পাঁচটি পদক্ষেপ অনুসরণ করলেই হয়ে যাবে কাজ

এখনকার সময়ে স্মার্টফোন পাল্টে নতুন মডেল নেওয়া খুব সাধারণ বিষয় দাঁড়িয়েছে। কিন্তু স্মার্টফোন বদলানো কোনো সহজ বিষয় নয়। আমরা যখন নতুন ফোন নিই, তখন আমাদের অনেক সেটআপ করতে হয় যেমন পুরানো ফোনের ডেটা কপি করা, অ্যাপে লগ ইন করা ইত্যাদি। আবার পুরানো স্মার্টফোন আদান প্রদান করার সময় ব্যক্তিগত ডেটা মুছে ফেলার সেটিকে রিসেট বা ফর্ম্যাট করতে হয়।

স্মার্টফোন রিসেট করতে কিছুক্ষণ লাগে

এমনিতে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন রিসেট করতে খুব কম সময় লাগে। প্রায় সব স্মার্টফোন মডেলই সহজেই রিসেট করা যায়। যেকোনো স্মার্টফোন ফর্ম্যাট বা রিসেট করার প্রক্রিয়া শুরু করতে, আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে এবং ডেটা রিসেট অপশনে ক্লিক করতে হবে।

তবে ইউজারদের এটাও মাথায় রাখতে হবে যে স্মার্টফোন রিসেট করার আগে ফোনের সমস্ত ডেটা অনলাইন (বা ক্লাউডে) এবং অফলাইনে ব্যাক আপ করা আছে কিনা। সেক্ষেত্রে যারা ফোন কিভাবে ফর্ম্যাট করতে হয় তারা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

এভাবে সহজে অ্যান্ড্রয়েড স্মার্টফোন রিসেট করুন

১. সেটিংস অ্যাপ খুলুন এবং সিস্টেম অপশনে ক্লিক করুন।

২. রিসেট (বা ফ্যাক্টরি রিসেট) অপশনটি নির্বাচন করুন।

৩. ডেটা সম্পর্কিত তথ্য পড়ুন, তারপর ‘ইরেজ অল ডেটা’ অপশন বেছে নিন।

৪. স্ক্রিন প্যাটার্ন বা পিন কোড লিখুন৷

৫. স্ক্রিনে প্রদর্শিত ওয়ার্নিংটি সাবধানে দেখুন এবং ডেটা ডিলিট করতে নির্ধারিত অপশনে ক্লিক করুন।