Vivo G2: এই প্রথম বাজারে 'জি' সিরিজের স্মার্টফোন আনছে ভিভো, স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এল

ভিভো (Vivo) একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে Vivo G2 নামে সেটি এখন গুগল প্লে কনসোল...
techgup 9 Jan 2024 8:32 AM IST

ভিভো (Vivo) একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে Vivo G2 নামে সেটি এখন গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে লক্ষণীয় যে, ভিভোর পোর্টফোলিওতে এখনও পর্যন্ত কোনও G-সিরিজের স্মার্টফোন নেই। তাই মনে করা হচ্ছে ডিভাইসটির চূড়ান্ত বাণিজ্যিক নাম ভিন্নও হতে পারে। গুগল প্লে কনসোল ডেটাবেসে স্মার্টফোনটির রেন্ডার এবং স্পেসিফিকেশন সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo G2 Google Play Console-এ দেখা গেছে

ভিভো জি২ ফোনটি PD2318 মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলের সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংয়ে প্রকাশিত রেন্ডারটি থেকে জানা গেছে যে ফোনটিতে পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে এবং স্ক্রিনের নীচে একটি সামান্য চওড়া চিন থাকবে। রিয়ার প্যানেলে দুটি সেন্সর সমন্বিত বর্গাকার ক্যামেরা মডিউল অন্তর্ভুক্ত রয়েছে। রেন্ডারে ফোনটিকে নীল রঙের দেখা গেছে। ডিজাইন অনেকটা ভিভো ওয়াই৭৮ (টি১) এবং ভিভো ওয়াই৭৮এম (টি১)-এর মতো।

সার্টিফিকেশন অনুযায়ী, ভিভো জি২ ফোনটি MediaTek MT6833 প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপটিতে ২.২ গিগাহার্টজে রান করা দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর অন্তর্ভুক্ত রয়েছে। চিপসেটটি মালি জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত। এই কনফিগারেশনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০-এর সাথে মিলে যায়, যেটিকে এখন ডাইমেনসিটি ৬০২০ নামে রিব্র্যান্ড করা হয়েছে। আসন্ন ফোনটিতে ৬ জিবি র‍্যাম উপস্থিত থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

জানিয়ে রাখি, গত অক্টোবরে চীনে Vivo Y78 (t1) এবং Y78m (t1) লঞ্চ হয়েছিল। উভয় ফোনই MediaTek Dimensity 6020 দ্বারা চালিত, যা সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Vivo G2-তেও থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনে Vivo G2 সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story