Categories: Mobiles

Samsung, Xiaomi-দের টপকে গেল Vivo! বড় বদল ভারতের ফোন বাজারের টপ-10 লিস্টে

ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেট গত এক বছরে অনেক অস্থিরতার মুখে পড়েছে। বছরের পর বছর ধরে বাজারকে কাঁপিয়ে রাখা Samsung, Xiaomi বা Realme-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডের মার্কেট শেয়ার কমতে দেখা গেছে। এদিকে, ২০২৩ সালের ফোন বিক্রি সম্পর্কিত যে পরিসংখ্যান বা রিপোর্ট সামনে এসেছে, তাতে Vivo প্লেয়ার হিসেবে ভালো রান করেছে! রিপোর্ট অনুযায়ী, শীর্ষস্থানীয় কোম্পানিগুলির তুলনায় Vivo-র মার্কেট শেয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোজা কথায় বললে, Vivo, একমাত্র ব্র্যান্ড যার মার্কেট শেয়ার গত বছর বৃদ্ধি পেয়েছে, যেখানে অন্য সব স্মার্টফোন ব্র্যান্ডের মার্কেট শেয়ার কমেছে। এতে করে ভারতের বাজারের সেরা-৫ বা টপ-ফাইভ (Top 5) স্মার্টফোন ব্র্যান্ডের অভিজাত লিস্টে যুক্ত হয়েছে এই চীন-ভিত্তিক ফার্মটির নামও। এক্ষেত্রে শীর্ষ পাঁচের তালিকার মধ্যে থাকা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে কেবল Samsung বাদে বাকিদের ব্যবসায় দ্বিগুণ পতন পরিলক্ষিত হয়েছে।

এখন ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কে? (Who is India’s Number One Smartphone Brand?)

মজার ব্যাপার হল যে, কম মার্কেট শেয়ার থাকা শেয়ার সত্ত্বেও, স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে স্যামসাং ১৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। এই সংস্থার শেয়ার কমেছে প্রায় ৫.৩ শতাংশ। অন্যদিকে ভিভো, ১২.৫% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে – গত এক বছরে তাদের ব্যবসার আকার প্রায় ৮.২ শতাংশ বেড়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন অর্থাৎ আইডিসি (IDC)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে রিয়েলমি (Realme)-র মার্কেট শেয়ার ১২.৯ শতাংশ থেকে কমে ১২.৫ শতাংশ হয়েছে, এতে করে তারা ভারতের বাজারে তৃতীয় স্থান পেয়েছে। অন্যদিকে এক সময়ে সবার পছন্দের তালিকায় থাকা শাওমির মার্কেট শেয়ার কমে ১২.৪ শতাংশে দাঁড়িয়েছে, আগে যা ছিল ২৯.৬%। ফলত এই তালিকায় শাওমি চতুর্থ অবস্থানে রয়েছে এবং পাঁচ নম্বর স্থান অর্জন করেছে ওপ্পো (Oppo), যার বাজার শেয়ার ১০.৩ শতাংশ।

২০২৩ সালের নিরিখে ভারতের সেরা ১০টি স্মার্টফোন ব্র্যান্ড (Top 10 Smartphone Brands in India for 2023)

১. Samsung (শেয়ার ১৭%),

২. Vivo (শেয়ার ১৫.২%),

৩. Realme (শেয়ার ১২.৫%),

৪. Xiaomi (শেয়ার ১২.৪%),

৫. Oppo (শেয়ার ১০.৩%),

৬. Apple (শেয়ার ৬.৪%),

৭. OnePlus (শেয়ার ৬.১%),

৮. Poco (শেয়ার ৪.৯%),

৯. Infinix (শেয়ার ৩.১%),

১০. Tecno (শেয়ার ২.৯%)।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago