স্মার্টফোন ওয়ার্ল্ডের নতুন স্টার Vivo S16 সিরিজ, 50MP সেলফি ক্যামেরা, 66W চার্জিং

আজ (২২ ডিসেম্বর) প্রত্যাশামতোই Vivo S16 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপে এসেছে তিনটি মডেল – S16, S16 Pro, এবং S16e। এই স্মার্টফোনগুলি Vivo S15 সিরিজের উত্তরসূরি। যদিও, তিনটি নতুন ভিভো ফোনে একই ডিজাইন রয়েছে। তবে, এগুলি সামান্য ভিন্ন স্পেসিফিকেশন অফার করে। Vivo S16 সিরিজে ফুল-এইচডি+ রেজোলিউশন সহ অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি আছে। আসুন তাহলে Vivo S16 সিরিজের সবকটি মডেলের দাম ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো এস১৬ সিরিজের স্পেসিফিকেশন – Vivo S16 Series Specifications

ভিভো এস১৬ সিরিজে একটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর এবং রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে। তিনটি ডিভাইসেই ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। রেগুলার এস১৬-এ ফ্ল্যাট ৬.৬২ ইঞ্চির স্ক্রিন রয়েছে। যেখানে এস১৬ এবং এস১৬ প্রো-এ কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে। তিনটি ডিভাইসেই একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে।

উন্নত পারফরম্যান্সের জন্য, Vivo S16e-তে এক্সিনস ১০৮০ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। আর S16 এবং S16 Pro মডেল দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এবং ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত। তিনটি ডিভাইসই সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অফার করে। Vivo S16 সিরিজের স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo S16e-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

অন্যদিকে, S16-এর ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর, উচ্চতর প্রো মডেলটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিটের দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে এসেছে।

রেগুলার এবং প্রো মডেলগুলিতে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, S16 সিরিজে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ভিভো এস১৬ সিরিজের দাম ও উপলব্ধতা – Vivo S16 Series Price and Availability

চীনের বাজারে ভিভো এস১৬ই-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,০৯৯ রেনমিনবি (প্রায় ২৪,৯৫০ টাকা)। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ২,২৯৯ রেনমিনবি (প্রায় ২৭,৩০০ টাকা) এবং ২,৪৯৯ রেনমিনবি (প্রায় ২৯,৭০০ টাকা)।

রেগুলার এস১৬-এর একই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের দাম ২,৪৯৯ রেনমিনবি (প্রায় ২৯,৭০০ টাকা), ২,৬৯৯ রেনমিনবি (প্রায় ৩২,০৫০ টাকা) এবং ২,৯৯৯ রেনমিনবি (প্রায় ৩৫,৬০০ টাকা)। এছাড়াও, এর একটি ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ রয়েছে, যার মূল্য ৩,২৯৯ রেনমিনবি (প্রায় ৩৯,১৫০ টাকা)।

অন্যদিকে, এস১৬ প্রো-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,২৯৯ রেনমিনবি (প্রায় ৩৯,১৫০ টাকা) এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য ৩,৫৯৯ রেনমিনবি (প্রায় ৪২,৭০০) নির্ধারণ করা হয়েছে। ভিভো এস১৬ সিরিজটি হায়াসিন্থ পার্পল, সি ফোম গ্রিন এবং স্টারি নাইট ব্ল্যাক- এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে এসেছে। এই তিনটি স্মার্টফোনের প্রি-সেল প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।