New Royal Enfield Bullet 350: নতুন রয়্যাল এনফিল্ড বুলেট কেমন বৈশিষ্ট্যের সাথে আসবে, জেনে নিন এক ক্লিকে!

দেশের রেট্রো-মোটরসাইকেলের বাজারে Royal Enfield Bullet 350-এর জনপ্রিয়তা প্রশ্নাতীত। সংস্থার সবচেয়ে সস্তা মডেল হওয়ার কারণে বিক্রি নিয়ে এমনিতেই রয়্যাল এনফিল্ডের চিন্তা করতে হয় না। একইসাথে সাবেকিয়ানা পছন্দকারীদের কাছে বুলেটের মর্যাদাই আলাদা। ফলে বছর বছর নতুন আপডেট দেওয়ার হ্যাঁপা রয়্যালকে নিতে হয় না‌। তবে এবার ক্লাসিকের মতো বুলেটেও আসছে বড়সড় আপগ্রেড। পরিবর্তন থাকবে অনেক‌। সূত্রের খবর, নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350 আগামী বছরের প্রথমার্ধে বাজারে আসবে। ইতিমধ্যেই ভারতে বাইকটির আপকামিং ভার্সনের উপর পরীক্ষা-নিরীক্ষা চলছে‌ রোড টেস্টিংয়ে দেখা গিয়েছে একাধিকবার৷ ছবিও সামনে এসেছে। এই প্রতিবেদনে নতুন বুলেটের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হল।

2023 Royal Enfield Bullet 350 নতুন প্ল্যাটফর্ম

রয়্যাল এনফিল্ড তাদের নতুন জে (J) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ২০২০-এর নভেম্বরে মিটিওর বাইক বাজারে নিয়ে এসেছিল। পরবর্তীতে এই প্ল্যাটফর্মে তৈরি হয়ে আত্মপ্রকাশ করে নতুন প্রজন্মের ক্লাসিক। জানা গিয়েছে, সেই সুপারহিট জে সিরিজকেই আপকামিং বুলেটের ভিত হিসাবে ব্যবহার করতে চলেছে রয়্যাল এনফিল্ড। সংস্থার দাবি, জে আর্কিটেকচার পারফরম্যান্স পরিশ্রুত করার পাশাপাশি দুর্দান্ত পাওয়ার ডেলিভারি করতে সক্ষম। আবার ব্যবহারকারীরা কম ঝাঁকুনি অনুভব করবেন। উল্লেখ্য, বুলেটের বাজারচলতি মডেলটিতে পুরনো ইঞ্জিনের কারণে ঝাঁকুনি বেশি।

2023 Royal Enfield Bullet 350 উন্নত ডিজাইন

ফাঁস হওয়া ছবি ইঙ্গিত করছে, ডিজাইনের নিরিখে নতুন প্রজন্মের ক্লাসিক ৩৫০ এবং আপকামিং বুলেট ৩৫০-এর মধ্যে কিছুটা সাদৃশ্য থাকবে। বুলেটে নতুন ভাবে ডিজাইন করা ক্রোম ফিনিশড হেডল্যাম্প এবং টেলল্যাম্প আছে। রিয়ার ভিউ মিররেও ক্রোমের ছোঁয়া রয়েছে। আগের মতই নতুন মডেলেও সিঙ্গেল পিস সিটের দেখা মিলেছে, যা চালকের কোমরের অধিক খেয়াল রাখবে। আবার নতুন ফ্রন্ট ও রিয়ার ফাইন্ডার এবং লম্বা হ্যান্ডেল বারের উপস্থিতি নজরে পড়েছে।

2023 Royal Enfield Bullet 350 ইঞ্জিন

মিটিওর এবং নতুন প্রজন্মের ক্লাসিকের মতো নয়া বুলেট ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন পাবে, যা ২০.২ বিএইচপি ক্ষমতা এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে। ট্রান্সমিশনের জন্য থাকবে ৫-স্পিড গিয়ার বক্স। হার্ডওয়্যারের কথা বললে, সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে টুইন শক অ্যাবজর্ভার থাকবে। এছাড়াও, ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক থাকার সম্ভাবনা। বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে আসতে পারে।

2023 Royal Enfield Bullet 350 লঞ্চ

বুলেট ৩৫০ এর নতুন অবতার কবে লঞ্চ হবে, সে নিয়ে এখনও মুখ খোলেনি রয়্যাল এনফিল্ড‌। তবে অনুমান, ২০২৩-এর প্রথমার্ধে ভারতে লঞ্চ হতে পারে এটি।