টাইফুন ঝড়ে ক্ষতিগ্রস্ত ফিলিপাইন ও মালয়েশিয়া কে প্রায় ১.৫০ কোটি টাকা আর্থিক সাহায্য Xiaomi-র

এবার, টাইফুন রাই (Typhoon Rai) এ ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জনপ্রিয় চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, শাওমি কর্পোরেশন (Xiaomi Corporation)। সংস্থাটির নিজস্ব সমাজসেবামূলক প্রতিষ্ঠান, শাওমি ফাউন্ডেশন লিমিটেড (Xiaomi Foundation Ltd) এর তরফে, ফিলিপাইন এবং মালয়েশিয়ায় সম্প্রতি আঘাত হানা টাইফুন রাই নামক ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষদের সাহায্য করার জন্য যথাক্রমে ওয়ার্ল্ড ভিশন ফিলিপাইন এবং ইয়াসান ফুড ব্যাংক মালয়েশিয়াকে ১০০,০০০ ডলার (প্রায় ৭৪,৪৫,৭৫০ টাকা) করে দান করার কথা গতকাল ঘোষণা করা হয়।

ফিলিপাইনের ডিজাস্টার কাউন্সিলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে জানা গিয়েছে, টাইফুন রাই ঝড়ে ৮৭০,৩৩৪ টিরও বেশি পরিবার এবং প্রায় ২৩,৩৮০,১৬৮ জন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ৩৪৮,৬৪২ টিরও বেশি সংখ্যক বাড়ি ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই এলাকাগুলিতে ত্রানকার্যে সামিল হয়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবক সংস্থা। দুর্গতদের সহায়তার জন্য এবং খাদ্য, জল, স্যানিটারি কিট, রান্নার সামগ্রী, আপৎকালীন সময়ে আশ্রয়ের সামগ্রী, এবং আরও নানাবিধ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে এইসব সেচ্ছাসেবকের দল।

Xiaomi-র তরফে বলা হয়েছে, “একটি গ্লোবাল কোম্পানি হিসেবে আমরা বিশ্বাস করি যে, এই ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলির পাশে থাকা আমাদের কর্তব্য।”

উল্লেখ্য, শাওমি কর্পোরেশন ২০১০ সালের এপ্রিল মাস নাগাদ আত্মপ্রকাশ করেছিল এবং ২০১৮ সালের ৯ই জুলাই নাগাদ সংস্থাটিকে হংকং স্টক এক্সচেঞ্জের মেন বোর্ডে তালিকাভুক্ত করা হয়। এটি একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট যন্ত্রপাতি উৎপাদনকারী সংস্থা, যা মূলত আইওটি প্ল্যাটফর্ম দ্বারা সংযুক্ত স্মার্টফোন এবং স্মার্ট হার্ডওয়্যার তৈরি করে।

যারা অবগত নন তাদের জানিয়ে রাখি, টাইফুন রাই ঝড়টি ফিলিপাইনে টাইফুন ওডেট (Typhoon Odette) নামেও বহুল পরিচিত। এটি একটি শক্তিশালী এবং ধ্বংসাত্মক ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা দেশটিতে সম্প্রতি আঘাত হেনেছিল। ঝড়টি ডিসেম্বরে সংঘটিত হওয়া ফার্স্ট ক্যাটাগরি ৫ এর -সমতুল্য সুপার টাইফুন হয়ে উঠেছিল। তবে, ডিসেম্বর ২২ এর মধ্যেই এই ঝড় বিলীন হয়ে যায়।