Vivo S17 Pro: Dimensity 7200 চিপ ও 8GB র‍্যাম সহ ভিভোর নয়া ফোন গিকবেঞ্চে হাজির, শীঘ্রই লঞ্চ

ভিভো (Vivo) শীঘ্রই চীনা বাজারে নতুন S17 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। এই লাইনআপটি গতবছর ডিসেম্বরে লঞ্চ হওয়া Vivo S16 সিরিজের উত্তরসূরি হিসেবে আসতে…

ভিভো (Vivo) শীঘ্রই চীনা বাজারে নতুন S17 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। এই লাইনআপটি গতবছর ডিসেম্বরে লঞ্চ হওয়া Vivo S16 সিরিজের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। আশা করা হচ্ছে, এই সিরিজেও পূর্বসূরির মতো স্ট্যান্ডার্ড S17, S17 Pro এবং S17e – এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। আর এখন অফিসিয়াল লঞ্চের আগে, হাই-এন্ড S17 Pro মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর কিছু মূল বৈশিষ্ট্য এবং বেঞ্চমার্ক পারফরম্যান্স প্রকাশ করেছে। আসুন তাহলে এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Vivo S17 Pro-কে দেখা গেল Geekbench-এর সাইটে

৯১মোবাইলস-এর রিপোর্ট অনুযায়ী, ভিভো এস১৭ প্রো V2285A মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এটি বেঞ্চমার্ক সাইটের সিঙ্গেল কোর টেস্টে ৮৭৩ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ২,৩৫০ পয়েন্ট অর্জন করেছে। ডিভাইসটি একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে এই স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে, যার সর্বাধিক ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ এবং এতে মালি জি৬১০ এমসি৪ জিপিইউ যুক্ত রয়েছে৷ আর এই তথ্যগুলি নির্দেশ করছে যে, ভিভো এস১৭ প্রো সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়াও, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে যে, এই ডিভাইসটি ৮ জিবি র‍্যাম অফার করবে, তবে লঞ্চের সময় এর আরও বিকল্প বাজারে আসতে পারে। সবশেষে তালিকাটি প্রকাশ করেছে যে, ভিভো এস১৭ প্রো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ (FunTouchOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। গিকবেঞ্চ লিস্টিংয়ে শুধুমাত্র এই তথ্যগুলি প্রকাশ করা হলেও, ইতিমধ্যেই কিছু রিপোর্টের মাধ্যমে ভিভোর এই আসন্ন ফোনটির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। যেমন জানা গেছে, এতে লম্বা ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

আবার, Vivo S17 Pro-এর স্ক্রিনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে বলে জানা গেছে। যদিও এর স্টোরেজ কনফিগারেশন এখনও অস্পষ্ট, তবে এটি সম্ভবত ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সংস্করণে আসবে। S17 Pro-এর অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, একটি ৬৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।