Categories: Mobiles

Dimensity 8050 চিপসেটের শক্তি নিয়ে লঞ্চ হবে Vivo S17t, সেলফি তোলার জন্য থাকবে 50MP ক্যামেরা

ভিভো (Vivo) তাদের জনপ্রিয় S-সিরিজের স্মার্টফোনগুলি হোম মার্কেট চীনে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা আগামী ৩১ মে S17 লাইনআপের হ্যান্ডসেটগুলি উন্মোচন করবে। এই সিরিজের অধীনে Vivo S17 এবং Vivo S17 Pro স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। তবে, লেটেস্ট রিপোর্টে Vivo S17t নামে আরেকটি মডেলের অস্তিত্ব প্রকাশ করা হয়েছে। S17 এবং S17t-এর টেনা (TENAA) সার্টিফিকেশন তালিকাটি প্রকাশ করেছে যে, শুধুমাত্র চিপসেট ছাড়া, উভয় ফোনই একই স্পেসিফিকেশন অফার করবে। আর এখন একটি সূত্র মারফৎ Vivo S17t-এ ব্যবহৃত চিপসেটটির নাম জানা গেছে।

এছাড়াও, আরেকটি নতুন রিপোর্টে Vivo TWS Air Pro ইয়ারবাডের মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে, যা Vivo S17 সিরিজের পাশাপাশি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। চলুন তাহলে লঞ্চের আগে আপকামিং ডিভাইসগুলির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo S17t-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে ভিভো এস১৭টি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেটটি থাকবে। যে প্রসেসর ছাড়া ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি ভিভো এস১৭-এর মতোই হবে। অর্থাৎ, ভিভো এস১৭টি মডেলে 1.5K+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য, Vivo S17t-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের সামনে অটোফোকাস সহ একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S17t-এ ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। তুলনাস্বরূপ, Vivo S17-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপ থাকবে।

Vivo TWS Air Pro ইয়ারবাডস-এর স্পেসিফিকেশন

Vivo TWS Air Pro হবে বিশ্বের প্রথম সেমি-ইন-ইয়ার এএনসি ইয়ারফোন। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এটি জেমস্টোন ব্লু এবং ভাইটালিটি হোয়াইট কালারে আসবে। প্রাইসবাবার রিপোর্ট অনুযায়ী, TWS Air Pro একটি ১৪.২ মিলিমিটার অডিও ড্রাইভার এবং ইয়ার ডিটেকশন, ব্লুটুথ ৫.৩ সংযোগ, ডিপএক্স ২.০ স্টেরিও, ৩ ডাইমেনশনাল (3D) স্প্যাসিয়াল অডিও এবং ৮৮ মিলিসেকেন্ডের লো লেটেন্সির মতো ফিচারের সাথে আসবে। এটি একটি পলিমার ফুল-রেঞ্জ ডায়াফ্রাম এবং একটি কাস্টম রিয়ার ক্যাভিটি দ্বারা সজ্জিত হবে। প্রতিটি ইয়ারবাডের ওজন হবে প্রায় ৪ গ্রাম। ইয়ারবাডগুলি ৬ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। আর কেস সহ, এটি একবার চার্জে ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করতে সক্ষম হবে।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

30 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

55 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

60 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago