চোখ সরানো যাবে না! মনোমুগ্ধকর ডায়মন্ড পার্পল রঙের ফোন লঞ্চ করতে চলেছে Vivo
ভিভো তাদের Vivo S18 সিরিজ গত ডিসেম্বরে চীনে লঞ্চ করেছিল। যা তিনটি মডেল নিয়ে গঠিত - Vivo S18, Vivo S18 Pro এবং Vivo...ভিভো তাদের Vivo S18 সিরিজ গত ডিসেম্বরে চীনে লঞ্চ করেছিল। যা তিনটি মডেল নিয়ে গঠিত - Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e। শেষের 'e' মডেলটি ছাড়া, স্ট্যান্ডার্ড এবং Pro - উভয়ই অভিন্ন ডিজাইন এবং কালার অপশন অফার করে। সূত্রের খবর, লঞ্চের দুই মাস পর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি এক চোখধাঁধানো কালার অপশন বাজারে আসতে চলেছে। চলুন তাহলে Vivo S18-এর নতুন রঙের বিকল্পটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Vivo S18-এর নতুন কালার অপশন শীঘ্রই চীনা বাজারে আসতে চলেছে
চীনা মিডিয়া হাউস হোয়াইল্যাবের দাবি, ভিভো এস১৮-এর একটি নতুন কালার ভ্যারিয়েন্ট বাজারে আসতে চলেছে, যাকে ‘ডায়মন্ড পার্পল’ বলা হবে। এই রঙের টিজার পোস্টারও শেয়ার করেছে তারা, যা আগামী ১ মার্চ লঞ্চ নিশ্চিত করেছে। ছবিটি থেকে আরও জানা গেছে যে, নতুন শেডটি ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্টের মতো কাঁচ নির্মিত ব্যাক প্যানেলের পরিবর্তে লেদার ফিনিশ সহ আসবে। ভিভো (Vivo)-এর এক্স ফ্লিপ ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোনে দেখতে পাওয়া ত্রিমাত্রিক (3D) ডায়মন্ড প্যাটার্ন এই মডেলটির লেদারের ওপরও দেখা যাবে।
পরিশেষে, ছবিটি প্রকাশ করেছে যে ভিভো এস১৮-এর এই মডেলটি ১৬ জিবি র্যাম সহ আসবে। অর্থাৎ, নতুন কালার অপশনটি সম্ভবত টপ-এন্ড ১৬ জিবি + ৫১২ জিবি মেমরি কনফিগারেশনে সীমাবদ্ধ থাকবে, যা বর্তমানে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৬০০ টাকা) মূল্যে বিক্রি হয়। তবে, ভিভো এস১৮-এর ডায়মন্ড পার্পলের স্পেসিফিকেশন এর বাকি তিনটি মডেলের মতোই হবে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, Vivo S18-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S18 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।