Vivo S18: আকর্ষণীয় ফিচার ছাড়াও সুন্দর ডিজাইন ও রঙের খেলায় মন জিতছে ভিভো
ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের পর এবার মিড-রেঞ্জে প্রিমিয়াম Vivo S18 প্রিমিয়াম সিরিজ বাজারে আনতে চলেছে ভিভো। অফিশিয়াল...ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের পর এবার মিড-রেঞ্জে প্রিমিয়াম Vivo S18 প্রিমিয়াম সিরিজ বাজারে আনতে চলেছে ভিভো। অফিশিয়াল লঞ্চ আগামী ১৪ ডিসেম্বর। সেদিন তিনটি ফোন আত্মপ্রকাশ করতে পারে - Vivo S18, Vivo S18e এবং Vivo S18 Pro। লঞ্চের আগে, এখন Vivo S18 সিরিজের দুটি নতুন আকর্ষণীয় কালার অপশন উন্মোচিত হয়েছে।
Vivo S18 সিরিজের নতুন কালার অপশন
ভিভো এস১৮ সিরিজের যে দুটি নতুন কালার অপশন প্রকাশ্যে এসেছে, সেগুলি হল ব্ল্যাক এবং গ্রে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে একই ফুলের মতো প্যাটার্ন রয়েছে যা আগে টিজ করা কালার ভ্যারিয়েন্টগুলিতে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ভিভো এস১৮ সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।
Vivo S18 এবং S18 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্ট্যান্ডার্ড ভিভো এস১৮ এবং ভিভো এস১৮ প্রো - উভয় ভ্যারিয়েন্টে কার্ভড-এজ ওলেড ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ভিভো এস১৮ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট সহ লঞ্চ হবে বলে অনুমান, যা শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। অন্যদিকে, এস১৮ প্রো আরও শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটের সাথে আসবে বলে শোনা যাচ্ছে, যা প্রসেসিংয়ের ক্ষমতাকে উন্নত করবে।
ফটোগ্রাফির জন্য, Vivo S18 Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল Sony IMX663 পোর্ট্রেট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। আর ফোনের সামনে ডুয়েল সফ্ট এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।
উভয় ফোনেই ছয় বিলিয়ন প্যারামিটার সহ ব্লু হার্ট এআই মডেল থাকবে বলে আশা করা হচ্ছে, যা পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স উন্নত করবে এবং বিভিন্ন এআই ফিচারগুলি নিয়ে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S18 এবং Vivo S18 Pro - উভয় ফোনই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে বলে ধরে নেওয়া যায়।
অন্যদিকে, Vivo S18e-এর সামনে ফ্ল্যাট ডিসপ্লে এবং পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যাবে ও অরা এলইডি ফ্ল্যাশ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে। এটি ক্লাউড গজ হোয়াইট, গ্লো পার্পল এবং স্টারি নাইট ব্ল্যাকের মতো আকষর্ণীয় কালার অপশনে উপলব্ধ হবে।