Vivo T1x আজ বাজেট রেঞ্জে ভারতে লঞ্চ হল, দাম, সেলের তারিখ ও ফিচার জেনে নিন

Vivo T1x প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। Vivo T সিরিজের এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০…

Vivo T1x প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। Vivo T সিরিজের এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে‌। এছাড়া ফোনটি ৫০০০ এম এএইচ ব্যাটারি ও ২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত। আসুন Vivo T1x ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো টি১এক্স এর দাম ও লভ্যতা (Vivo T1x Price in India, Availability)

ভিভো টি১এক্স এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা। আগামী ২৭ জুন থেকে ভিভো টি১এক্স গ্রাভেটি ব্ল্যাক ও স্পেস ব্লু কালার অপশনে Flipkart ও Vivo eStore থেকে কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে Vivo T1x এর সাথে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা ছাড় পাবেন।

উল্লেখ্য, Vivo T1X ফোনের 5G মডেল ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। যার ৪ জিবি র‌্যাম ‌+ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ১২,৫০০ টাকা। সেদিক থেকে 4G মডেলের দাম কিছুটা বেশি বলা-ই যায়।

ভিভো টি১এক্স এর স্পেসিফিকেশন, ফিচার (Vivo T1x Specifications, Features)

ভিভো টি১এক্স ৪জি ফোনের সামনে দেখা যাবে টিয়ারড্রপ নচ সহ ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০৮ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০.৬ শতাংশের স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। ভিভো গেমিংয়ের জন্য এই ফোনে ৪ লেয়ার কুলিং সিস্টেম দিয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Vivo T1x ফোনের পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouchOS 12) কাস্টম স্কিনে রান করে।

আবার Vivo T1x পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিভাইসটির অন্যান্য ফিচারগুলির মধ্যে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। Vivo T1x-এর পরিমাপ ১৬৪.২৬ x ৭৬.০৮ x ৮ মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।