Vivo T2 5G: বাজেটের মধ্যে নয়া 5G মোবাইল আনছে ভিভো, লঞ্চের পূর্বে জানা গেল বেশ কিছু ফিচার্স

ভিভো (Vivo) বর্তমানে তাদের অনেকগুলি স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। কোম্পানি Vivo X90 সিরিজের গ্লোবাল লঞ্চ দিয়ে ফেব্রুয়ারি মাস শুরু করেছে এবং আগামী সপ্তাহে Vivo V27 সিরিজটি উন্মোচন করবে বলে জানা গেছে। এছাড়া, শীঘ্রই লঞ্চ হতে চলা ভিভো ডিভাইসের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে Vivo T2 5G৷ গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Vivo T1-এর উত্তরসূরি মডেলটিকে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসে স্পট করা গেছে। আসুন তাহলে এই তালিকাটি আসন্ন Vivo T2 5G সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

Vivo T2 5G-কে দেখা গেল Google Play Console-এর সাইটে

V2222 মডেল নম্বর সহ ভিভো টি২ ৫জি গুগল প্লে কনসোলের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, ভিভোর আসন্ন ফোনটি Qualcomm SM6375 মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫-এর সাংকেতিক নাম। প্রসঙ্গত, পূর্বসূরি ভিভো টি১ ৫জি-ও এই একই প্রসেসরের সাথে এসেছে। এই চিপসেটটির সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ এবং এটি অ্যাড্রেনো ৬১৯ (Adreno 619) জিপিইউ-এর যুক্ত থাকবে।

এছাড়াও, ভিভোর এই ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে। গুগল প্লে কনসোলের তালিকাটি থেকে এও জানা গেছে যে, ভিভো টি২ ৫জি-এর ডিসপ্লেটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এই তালিকায় একটি ফোনের ছবি প্রদর্শিত হয়েছে, যা সাধারণ ওয়াটারড্রপ খাঁজের সাথে সাধারণ মানের ডিজাইন দেখায়।

উল্লেখ্য, Vivo T2 5G-এর ক্যামেরা সেটআপ, ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা, ডিসপ্লের আকার এবং সংযোগ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে, আশা করা যায় আগামী দিনে অনলাইনে ফোনটির বিষয়ে আরও তথ্য প্রকাশিত হবে। সর্বোপরি মনে করা হচ্ছে, Vivo T2 5G খুব শীঘ্রই বাজারে পা রাখবে।