নতুন বাইক কিনবেন? ডিসকাউন্ট অফারে কিনুন Bajaj Pulsar 125 ও Platina

ভারতে Bajaj এর Pulsar রেঞ্জের মোটরবাইকগুলির জনপ্রিয়তার নিয়ে নতুন করে কিছু বলার নেই। তরুণ প্রজন্মের ক্রেতা বলুন বা মধ্যবয়স্ক, অনেকেরই এখন প্রথম পছন্দ বাজাজের Pulsar৷ অপরদিকে দুর্ধর্ষ মাইলেজ এবং দাম নাগালের মধ্যে হওয়ায় বাজাজের Platina রেঞ্জের মোটরবাইকও গ্রাহকদের কাছ থেকে বরাবরই দারুণ সাড়া পেয়ে এসেছে। এই দুই বাইক রেঞ্জের ওপরই এবার ডিসকাউন্ট ঘোষণা করলো Bajaj।

আসলে পুজোর মরসুমে নতুন টু-হুইলার কিনবে বলে অনেকেই যেভাবে মনস্থির করে থাকেন, সেই চাহিদার কথা মাথায় রেখে বাজাজ Platina সিরিজের তিনটি মোটরবাইক ও Pulsar 125 মডেলের চারটি ভ্যারিয়েন্টের ওপর দিচ্ছে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। আসুন মডেল অনুযায়ী এই অফার সর্ম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক৷

প্রথমে আসি Bajaj Pulsar 125 মডেলের প্রসঙ্গে৷ এই মডেলের চারটি ভার্সন বর্তমানে বাজারে পাওয়া যায়৷ যথা- Pulsar 125 Drum, Pulsar 125 Split Seat Drum, Pulsar 125 Disc এবং Pulsar 125 Split Seat Disc৷ ভ্যারিয়েন্ট অনুযায়ী ক্যাশ ডিসকাউন্টের পরিমান একনজরে দেখে নেওয়া যাক৷

Pulsar 125 — ২,৫০০ টাকা (Drum)
Pulsar 125 — ৩,০০০ টাকা (Split Seat Drum)
Pulsar 125 — ২,০০০ টাকা (Disc)
Pulsar 125 — ২,০০০ টাকা (Split Seat Disc)

বাজাজের Pulsar 125 মোটরবাইকে আপনি পাবেন ১২৫ সিসির ইঞ্জিন৷ এই ইঞ্জিন ১১.৬৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৮ এনএম টর্ক উৎপন্ন করে৷

এবার আসা যাক কমিউটার সেগমেন্টের বাইক Bajaj Platina-তে। এর বর্তমানে তিনটি মডেল বাজারে উপলব্ধ। Platina 110 ES Drum, Platina 100 ES Disc এবং Platina 110 H Gear Disc৷ এগুলির ওপর প্রযোজ্য ক্যাশ অফারগুলি দেখা যাক।

মডেল ক্যাশ ডিসকাউন্ট Platina 110— ১,৬০০ টাকা (ES Drum)
Platina 100 — ২,৮০০ টাকা (ES Disc)
Platina 110 — ২,০০০ টাকা (H Gear Disc)

বাজাজ Platina 110 বাইকে রয়েছে ১০২ সিসির ইঞ্জিন। এতে ৭.৭৯ বিএইচপি পাওয়ার এবং ৮.৩ এনএমের টর্ক আউটপুট পাওয়া যায়। অবশ্যই এর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাইলেজ। প্রচুর গ্রাহক জানিয়েছেন, তারা প্রতি লিটারে ৮০-৮৫ কিমির মাইলেজ পাচ্ছেন।