Vivo ও iQOO মিশে যাচ্ছে, গ্রাহকরা পাবে আরও নতুন নতুন ফিচার ব্যবহারের সুযোগ

Vivo তাদের মূল ব্যবসার সাথে সাব-ব্র্যান্ড iQOO-কে শীঘ্রই জুড়ে দিতে পারে

ভিভো (Vivo)-র ডিভাইসগুলি যেমন সারা বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, তেমনই এর সাব-ব্র্যান্ড আইকো (iQOO)-ও অল্প সময়ে স্মার্টফোন মার্কেটে নিজেদের নাম প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে পৃথকভাবে ব্র্যান্ডগুলি নিজেদের পরিচিতি গড়ে তুললেও, বর্তমানে শোনা যাচ্ছে যে, ভিভো নিজস্ব ব্যবসায়িক কার্যক্রমের সাথে আইকো-কে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে কোম্পানি আরও অনেক নতুন নতুন ফিচারের উপর কাজ করতে পারবে এবং সেইসাথে পরিচালন ব্যয়ও কমাতে পারবে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভিভো এবং আইকো অতীতে গবেষণা ও উন্নয়ন (R&D) ও সাপ্লাই চেইন এর মতো বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছে, কিন্তু পরিকল্পনা ও ই-কমার্সের মতো ক্ষেত্রে তারা স্বতন্ত্রতা বজায় রেখেছে। তবে সংস্থা এখন তাদের এই নীতিতে বেশ কিছু বদল আনতে চলেছে। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo তাদের মূল ব্যবসার সাথে সাব-ব্র্যান্ড iQOO-কে শীঘ্রই জুড়ে দিতে পারে

কোম্পানির নতুন পদক্ষেপ অনুযায়ী, আইকোর ব্র্যান্ডিং এবং অনলাইন বিজনেস টিমগুলিকে ভিভোর বিদ্যমান টিমের সাথে মিশিয়ে দেওয়া হবে, যদিও আইকো একটি পৃথক ব্যবসায়িক ইউনিট বজায় রাখবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আরও জানা গেছে যে, শীর্ষ ম্যানেজমেন্ট ইতিমধ্যে আইকোর নিজস্ব স্টোর এবং কাউন্টারগুলিকে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

সিআইএনএনও (CINNO) রিসার্চের লেটেস্ট তথ্য অনুসারে, চীনা বাজারে শীর্ষ পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ড এবছর জানুয়ারিতে অর্থনৈতিক পতনের সম্মুখীন হয়েছে, যেগুলির বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৪.২% থেকে ২৩.৫% পর্যন্ত হ্রাস পেয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের মধ্যে, শুধুমাত্র শাওমি (Xiaomi)-এর বিক্রয় হ্রাস স্মার্টফোনের বাজারের সামগ্রিক পতনের চেয়ে কম ছিল। অন্যদিকে, ওপ্পো (Oppo), অনর (Honor) এবং ভিভো (Vivo)-এর সেল কমেছে যথাক্রমে ১৩.৫%, ১৯.২% এবং ২৩.৫%। ভিভো (আইকো ছাড়া) বর্তমানে চীনা স্মার্টফোন বাজারে পঞ্চম বৃহত্তম ব্র্যান্ড।

উল্লেখ্য, ভিভোর মূল ব্যাসায়িক অপারেশনে আইকোর সংযুক্তি, কোম্পানিকে তার সংস্থানগুলি একত্রিত করতে এবং বাজারে তার প্রতিযোগিতামূলক অবস্থান উন্নত করতে সহায়তা করতে পারে। তবে, এটি দুটি ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং কৌশলগুলিকে কীভাবে প্রভাবিত করবে, তাই এখন দেখার। যদিও, ভিভো এবং আইকো উভয়ই এখনও এই রিপোর্টের প্রতিক্রিয়া জানায়নি।