OnePlus RT, OnePlus Buds Z2 ভারতে আসছে ১৬ ডিসেম্বর? লাইভ হল সাপোর্ট পেজ

এবছর অক্টোবর মাসে চীনে লঞ্চ করেছিল মিড রেঞ্জ স্মার্টফোন, OnePlus 9RT ও ট্রু ওয়্যারলেস স্টিরিও ( TWS) ইয়ারফোন OnePlus Buds Z2। শোনা যাচ্ছিল OnePlus 9RT- এর রিব্র্যান্ডেড ভার্সনটি OnePlus RT নামে ভারতের বাজারে ডিসেম্বরের ১৬ তারিখ আসতে চলেছে, ও তার সাথে OnePlus Buds Z2 ইয়ারফোনটিরও ভারতের বাজারে পা রাখবে। এখন এক জনপ্রিয় টিপস্টার ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে স্পট করেছেন এই স্মার্টফোন ও ইয়ারফোনের সাপোর্ট পেজগুলি। ওয়েবসাইটে OnePlus 9RT( OnePlus RT) ‘Phone’ ক্যাটাগরিতে ও OnePlus Buds Z2 ‘Accessories’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। এর থেকেই মনে করা হচ্ছে OnePlus RT ও OnePlus Buds Z2 – ওয়ানপ্লাসের প্রোডাক্ট দুটির ভারতের বাজারে লঞ্চ হওয়া আর অল্প সময়ের অপেক্ষা।

OnePlus RT ও OnePlus Buds Z2 এর সাপোর্ট পেজ লাইভ হল

টিপস্টার মুকুল শর্মা ওয়ানপ্লাস আরটি ও ওয়ানপ্লাস বাডস জেড২ – কে কোম্পানির ওয়েবসাইটে খুঁজে পেয়েছেন। তিনি আরও জানান, এই স্মার্টফোন ও ইয়ারবাডটি স্পট করা গেছে প্রোডাক্টগুলির জন্য নির্ধারিত সাপোর্ট পেজে। কিন্তু এই মুহূর্তে ইয়ারফোনের পেজটিই দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেখান থেকে এই ইয়ারবাডটি সম্পর্কে সেভাবে কোনও তথ্য জানা যায়নি।

এদিকে 91Mobiles -এর তরফে ওয়ানপ্লাস আরটি স্মার্টফোনটির সাপোর্ট পেজটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। ওয়ানপ্লাসের দুটি ডিভাইসই ১৬ ডিসেম্বর লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

ওয়ানপ্লাস আরটি – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus RT Expected Specifications)

আগেই বলেছি, অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস আরটি। ফলে এই ফোনে দেখা যেতে পারে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) স্যামসাং ই৪ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এটিতে ব্যবহার হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ১২ জিবি র‍্যাম সহ আসতে পারে ফোনটি। ওয়ানপ্লাস আরটি স্মার্টফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস (ColourOS) কাস্টম স্কিনে।

OnePlus RT ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা গুলি হল – ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৬ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus RT ফোনে দেখা যেতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ওয়ানপ্লাস বাডস জেড২ – এর স্পেসিফিকেশন (OnePlus Buds Z2 Specifications)

ওয়ানপ্লাসের এই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডে রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার এবং ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি। ওয়ানপ্লাস বাডস জেড২ – এর লেটেন্সি রেট ৯৪ মিলিসেকেন্ড ও এতে উপস্থিত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC), যা ৪০ ডেসিবেল অবধি নয়েজ কমাতে সক্ষম। এই ইয়ারবাডটি জল এবং ধুলো রোধ করার জন্য আইপি৫৫ সার্টিফায়েড।

OnePlus Buds Z2 ইয়ারবাড দুটিতেই রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি ও এর চার্জিং কেসে আছে ৫২০ এমএএইচ ব্যাটারি। সব মিলিয়ে এই ইয়ারবাডটি একবার চার্জে ৩৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দেবে।