শক্তিশালী ব্যাটারি ও কোয়াড ক্যামেরার সাথে লঞ্চ হল Vivo V19 Neo, জানুন দাম ও ফিচার

করোনা আবহেই একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে স্মার্টফোন কোম্পানিগুলি। এবার চীনা স্মার্টফোন কোম্পানি ভিভোও তাদের নতুন ফোন বাজারে আনলো। এই ফোনের নাম Vivo V19…

করোনা আবহেই একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে স্মার্টফোন কোম্পানিগুলি। এবার চীনা স্মার্টফোন কোম্পানি ভিভোও তাদের নতুন ফোন বাজারে আনলো। এই ফোনের নাম Vivo V19 Neo। কোম্পানি এই ফোনকে ফিলিপাইন্স এ লঞ্চ করেছে। ভিভো এই ফোনের ক্যামেরা ফিচারের উপর জোর দিয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় সুপার নাইট সেলফি এবং সুপার নাইট মোড দেওয়া হয়েছে। এছাড়াও ভিভো ভি১৯ নিও ফোনে পাবেন ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও হোল পাঞ্চ ডিসপ্লে। আসুন ফোনের দাম ও ফিচার জানি।

Vivo V19 Neo দাম :

ভিভো ভি১৯ নিও একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি ‌র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় ২৭,০০০ টাকা। ভারতে এই ফোনকে শীঘ্রই আনা হতে পারে। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে।

Vivo V19 Neo স্পেসিফিকেশন :

ভিভো ভি১৯ নিও এর স্পেসিফিকেশনের কথা বললে এতে আছে ৬.৪৪ ইঞ্চি এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসরের সাথে। সাথে আছে ৮ জিবি ‌র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ফানটাচ ওএস ১০ সিস্টেমে চলবে ,মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

এছাড়াও ভিভো ভি১৯ নিও ৪,৫০০ এমএএইচ ব্যাটারিরি সাথে এসেছে। চার্জিংয়ের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *