Flipkart-এর চমকপ্রদ অফার: মাত্র ১১,৫০০ টাকায় কেনা যাবে Vivo V23 5G স্মার্টফোন

ভারতের ‘বেস্ট সেলার’ স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় নাম Vivo (ভিভো), কিন্তু সাম্প্রতিক সময়ে সংস্থাটি নিজের হ্যান্ডসেটগুলিতে খুবই কম ডিসকাউন্ট দেয়। সেক্ষেত্রে আপনারা যদি Vivo-র ফোন সস্তায় কিনতে চান, তাহলে বর্তমানে ই-কমার্স জায়ান্ট Flipkart (ফ্লিপকার্ট)-এর দৌলতে সীমিত সময়ের জন্য এই ব্র্যান্ডিংয়ের একাধিক ফোন ব্যাপক ডিসকাউন্টে পকেটস্থ করার সুযোগ রয়েছে। যেমন, এখন যারা 5G মোবাইলের খোঁজ করছেন, তারা উক্ত অনলাইন শপিং পোর্টালে থাকা Vivo V23 5G (ভিভো ভি২৩ ৫জি) স্মার্টফোনটি কেনার কথা বিবেচনা করতে পারেন। এই মডেলের সাথে ফ্ল্যাট ১৪% ডিসকাউন্টের পাশাপাশি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাসসহ একাধিক অফারও উপলব্ধ রয়েছে। ফলত গত জানুয়ারিতে আত্মপ্রকাশ করা ভারতের ‘ফার্স্ট এভার কালার চেঞ্জিং’ স্মার্টফোনটিকে আপনারা তুলনায় অনেকটাই সস্তায় কিনে নিতে পারবেন। চলুন, তাহলে Flipkart-এ কী কী অফারের সাথে Vivo V23 5G-কে তালিকাভুক্ত করা হয়েছে তা এবার দেখে নেওয়া যাক।

Flipkart -এর মাধ্যমে খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে Vivo V23 5G স্মার্টফোন

ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৩৪,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু আপনারা যদি এখন ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে আলোচ্য ফোনটিকে কেনেন, তবে ফ্ল্যাট ১৪% বা ৫,০০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন; যারপর, এটিকে মাত্র ২৯,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে।

এছাড়া চেকআউটের সময়ে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো দেওয়া হবেই, আবার পুরোনো মোবাইল পরিবর্তন করে এই নয়া ফোনটি কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাওয়া যাবে। তবে এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করার জন্য আপনাদের বিদ্যমান মোবাইলের বাহ্যিক ও অভ্যন্তরীণ দশা ভালো থাকা আবশ্যক। বলে রাখি, এই হ্যান্ডসেট স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড কালারে মিলবে।

Vivo V23 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ভিভো ভি২৩ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই ৫জি স্মার্টফোনে মালি জি৬৮ জিপিইউ এবং ৬এনএম (6nm) প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। স্টোরেজের ক্ষেত্রে ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম বর্তমান। সাথে ৪ জিবি ভার্চুয়াল র‍্যামের সাপোর্টও পাওয়া যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে সিকিউরিটির জন্য এই ফোনে একটি অপটিক্যাল আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি২৩ স্মার্টফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ডুয়েল-টোন ফ্ল্যাশলাইটসহ ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি ফ্রন্ট ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। উল্লেখ্য, কানেক্টিভিটির জন্য ডুয়েল সিমের (ন্যানো) এই স্মার্টফোনে 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ন্যাভআইসি (NavIC) সিস্টেমের সাপোর্ট পাওয়া যাবে। সেন্সর হিসাবে এতে
অন্তর্ভুক্ত থাকবে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, জিপিএস, গ্যালিলিও এবং কিউজেডএসএস সেন্সর।