8GB র‍্যাম ও Android 14-এর নয়া ফোন আনছে Vivo, দেখা গেল গিকবেঞ্চ সাইটে

ভিভো (Vivo) সম্প্রতি তাদের বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ করেছে। তবে, কোম্পানি এখনই ক্ষান্ত দেওয়ার কথা ভাবছে না, কেননা এখন আরেকটি নতুন ভিভো স্মার্টফোনকে গিকবেঞ্চ…

ভিভো (Vivo) সম্প্রতি তাদের বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ করেছে। তবে, কোম্পানি এখনই ক্ষান্ত দেওয়ার কথা ভাবছে না, কেননা এখন আরেকটি নতুন ভিভো স্মার্টফোনকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে দেখা গেছে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটির নাম প্রকাশ না করলেও, স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo-এর নতুন স্মার্টফোন পেল Geekbench-এর অনুমোদন

V2343 মডেল নম্বর সহ একটি ভিভো ফোন গিকবেঞ্চ বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই বেঞ্চমার্ক লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ১.৯৬ গিগাহার্টজ বেস ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি র‍্যাম থাকবে, যা বেশিরভাগ কাজ যথাযথভাবে পরিচালনা করার জন্য যথেষ্ট। লঞ্চের সময় ফোনটির একাধিক র‍্যাম ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে।

এছাড়াও, V2343 লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলে ডেটাবেসে উল্লেখ করা হয়েছে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩,১৬৪ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৭,০০৫ পয়েন্ট অর্জন করেছে। এই স্কোরগুলি নির্দেশ করে যে স্মার্টফোনটি কোনও সমস্যা ছাড়াই ইউজারের বেশিরভাগ দৈনন্দিন কাজ পরিচালনা করতে সক্ষম হবে। তবে এটা মনে রাখতে হবে যে, গিকবেঞ্চ স্কোর সবসময় ডিভাইসের বাস্তব কর্মক্ষমতা বিচার করতে সক্ষম হয় না।

জানিয়ে রাখি, ভিভো সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Vivo Y100 5G, Vivo G2 5G, Vivo S18 সিরিজ, Vivo Y28 5G এবং Vivo X100 সিরিজ। Vivo Y100 5G হল একটি বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন, যা ইন্দোনেশিয়ার মার্কেটে উপলব্ধ। এদিকে, মিড-রেঞ্জের Vivo G2 5G স্মার্টফোনটি চীনে পাওয়া যায়। Vivo S18 Pro এবং S18e হল প্রিমিয়াম স্মার্টফোন, যা চীনে লঞ্চ হয়েছে। Vivo Y28 5G হল একটি বাজেট 5G স্মার্টফোন যা ভারতে পাওয়া যায়৷ এছাড়া, সম্প্রতি ভারতের লঞ্চ হয়েছে Vivo X100 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটি।