এলাকায় 5G না আসলেও চিন্তা নেই, এই দুর্ধর্ষ ফোন নিয়ে ব্যবস্থা সেরে ফেলেছে Vivo

ভিভো তাদের আসন্ন Vivo V27 সিরিজটি আগামী ১ মার্চ ভারতে লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Vivo V27 এবং Vivo V27 Pro মডেল দুটি আসতে পারে। সিরিজের প্রতিটি মডেলের ৫জি ভার্সনের পাশাপাশি ৪জি মডেল থাকবে বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে V27 সিরিজের স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর এখন Vivo V27 সিরিজের একটি ৪জি মডেলকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা নিশ্চিত করেছে যে এটি শীঘ্রই লঞ্চ এদেশের বাজারে হতে পারে।

Vivo V27 4G পেল BIS-এর অনুমোদন

মাইস্মার্টপ্রাইস এর প্রতিবেদন অনুযায়ী, V2231 মডেল নম্বর সহ ভিভো ভি২৭ সিরিজের একটি ৪জি হ্যান্ডসেট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এদিকে, আরেকটি ভিভো হ্যান্ডসেট, যেটিকে রেগুলার ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোন বলে মনে করা হচ্ছে, সেটিকে ইতিমধ্যেই V2246 মডেল নম্বরের সাথে বিআইএস ডেটাবেসে দেখা গেছে। তবে লেটেস্ট বিআইএস সার্টিফিকেশনটি ভিভো ভি২৭ ৪জি মডেলটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

যেটুকু খবর, ভিভো ভি২৭ সিরিজে কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। স্ট্যান্ডার্ড ভিভো ভি২৭-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসরটি থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ভিভো ভি২৭ প্রো মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে। ভি২৭ লাইনআপটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপরে ভিভোর কাস্টম ইউজার ইন্টারফেস, ফানটাচওএস ১২ (FuntouchOS 12)-এর একটি স্তর থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo V27 লাইনআপের সমস্ত স্মার্টফোনে একটি সনি-ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর থাকতে পারে। আর Vivo V27 Pro-এর সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে বলেও জানা গেছে। Vivo V27 এবং Vivo V27 Pro উভয় হ্যান্ডসেটই দুটি কালার ভ্যারিয়েন্ট – ব্ল্যাক এবং কালার চেঞ্জিং ব্লু মডেলে লঞ্চ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, Vivo V27 সিরিজের Pro মডেলটি ভারতে প্রায় ৪০,০০০ টাকায় বিক্রি হতে পারে। এদিকে, স্ট্যান্ডার্ড Vivo V27-এর দাম ৩৫,০০০ টাকা হতে পারে। Vivo V27 লাইনআপটি আগামী ১ মার্চ, দুপুর ১২ টা থেকে অনলাইন শপিং প্লাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।