ফেল কড়ি মাখো তেল, Facebook ও Instagram -এ ব্লু টিক পেতে ভারতীয়দের কত খরচ জানাল Meta

Facebook, Instagram ব্যবহারের জন্য চার্জ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে Meta কোম্পানি। সম্প্রতি তারা ভারতে তাদের বিশেষ সাবস্ক্রিপশনের চার্জ রেট প্রকাশ করেছে।

কয়েক সপ্তাহ আগে ‘Meta Verified’ নামক পেইড প্রোফাইল ভেরিফিকেশন প্রোগ্রামের কথা ঘোষণা করেছিল বিশ্বের অন্যতম চর্চিত টেক কোম্পানি Meta। এরপর একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে সংস্থার দেশীয় বাজার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও দিন দশেক আগে এই প্রোগ্রামটি চালু হয়। এখন আবার ভারতীয় ইউজারদের Facebook বা Instagram-এ ভেরিফায়েড প্রোফাইল ব্যবহার করতে ঠিক কত খরচ হবে তা Meta-র তরফে প্রকাশ করা হল। না, ভারতে এখনও এই নতুন বিধিনিয়ম কার্যকরী হয়নি, তবে কেউ চাইলে Meta Verified প্রোগ্রামে অংশ নিতেই পারেন।

ভারতে Meta Verified প্রোগ্রামের জন্য লাগবে এত টাকা

এই মুহূর্তে ফেসবুক ও ইনস্টাগ্রাম, উভয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেরই ওয়েব ভার্সনের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন উপলব্ধ রয়েছে। সেক্ষেত্রে সম্প্রতি এদের মূল সংস্থা মেটা জানিয়েছে যে, এদেশে যদি কেউ প্রোফাইল ভেরিফিকেশন প্রোগ্রামে আগ্রহী হন, তাহলে মোবাইল অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিলে তাদের প্রতি মাসে ১,৪৫০ টাকা খরচ করতে হবে। আবার, যদি তারা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডেস্কটপ ব্রাউজার থেকে প্রোগ্রামটি সাবস্ক্রাইব করেন, তাহলে তাদের প্রতি মাসে দিতে হবে ১,০৯৯ টাকা।

কী এই Meta Verified প্রোগ্রাম?

গত বছর টুইটার (Twitter) কেনার পরপরই ‘ব্লু’ (Blue) সাবস্ক্রিপশন চালু করেন এলন মাস্ক, যেখানে প্রোফাইল ভেরিফাইড করতে অর্থাৎ ব্লু টিক ব্যাজ পেতে ইউজারদের নির্দিষ্ট সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। কার্যত ঠিক একইরকম প্রোগ্রামের ঘোষণা করে ফেসবুক কোম্পানি মেটা। এই সংস্থাটি নিজের দুটি জনপ্রিয়তম প্রোডাক্ট অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ‘মেটা ভেরিফায়েড’ প্রোগ্রামের আওতায় এনেছে, যেখানে ইউজাররা আগের মতই প্রোফাইল ভেরিফাই করতে পারবেন, কিন্তু এর জন্য তাদের সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

এক্ষেত্রে মেটা ভেরিফাইয়ে সাবস্ক্রাইবড্ অ্যাকাউন্টগুলির জন্য অতিরিক্ত সুরক্ষা সক্রিয় থাকবে। এছাড়া মেটা আরও প্রতিশ্রুতি দিয়েছে যে, ইউজাররা (পড়ুন সাবস্ক্রাইবাররা) যখনই তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হবেন তখনই তারা রিয়েলটাইমে বা ডিরেক্ট সাপোর্ট পাবেন। মিলবে এক্সট্রা স্টার, স্টিকার ইত্যাদি মজাদার এক্সক্লুসিভ কালেকশনের অ্যাক্সেসও।