বড় স্ক্রিনের টিভি খুঁজছেন? Samsung Crystal 4K Neo TV দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

ভারতে লঞ্চ হল Samsung Crystal 4K Neo স্মার্ট টিভি। এই নবাগত মডেলটির নামকরণের ধাঁচ থেকেই স্পষ্ট যে, এটি 4K ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এছাড়া এই নয়া টেলিভিশনে, ক্রিস্টাল 4K প্রসেসর সমর্থিত ডিসপ্লে প্যানেল, পিওরকালার (PurColor) টেকনোলজি, অটো গেম মোড, ২০ ওয়াটের অডিও সিস্টেম, কিউ-সিম্ফনি (Q-Symphony) ফিচারের মতো একাধিক অ্যাডভান্স বৈশিষ্ট্য বর্তমান। একই সাথে, নেটফ্লিক্স, জি৫ সহ একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেসও পাওয়া যাবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Samsung Crystal 4K Neo স্মার্ট টিভির দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Crystal 4K Neo TV স্পেসিফিকেশন

স্যামসাং ক্রিস্টাল ৪কে নিও স্মার্ট টিভিকে ৩-সাইড বেজেল-লেস ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। এতে একটি ৪৩ ইঞ্চির (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৫০ হার্টজ রিফ্রেশ রেট, ১ বিলিয়ন ট্রু কালার, HDR10+ টেকনোলজি এবং ক্রিস্টাল ৪কে প্রসেসর সাপোর্ট করে। নিও সিরিজের এই নয়া টিভিতে সংস্থার নিজস্ব পিওরকালার (PurColor) টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা অপ্টিমাল পিকচার পারফরম্যান্স এবং চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করতে ওয়াইড-রেঞ্জ কালার রিলিজ করে।

নবাগত এই স্মার্ট টিভিতে মোশন এক্সেলেরেটর ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এই ফিচারটি গেমিং বা মিডিয়া কনটেন্ট দেখার সময় স্মুথ অ্যাকশন সিকোয়েন্স এবং চিত্তাকর্ষক পারফরম্যান্স সরবরাহ করতে কনটেন্ট সোর্স থেকে ফ্রেম রেটকে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। আবার উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে অটো গেম মোড রয়েছে, যা আরও ভাল ফ্রেম ট্রান্সিশন এবং লো লেটেন্সি অফার করে।

অডিও ফ্রন্টের কথা বললে, Samsung Crystal 4K Neo স্মার্ট টিভিতে ডলবি ডিজিটাল প্লাস এবং স্মার্ট অ্যাডাপ্টিভ সাউন্ড ফিচার সমর্থিত একটি ২০ওয়াটের স্পিকার সিস্টেম রয়েছে, যা টিভিতে চলমান কন্টেন্টের উপর ভিত্তি করে সাউন্ড সামঞ্জস্য করে। এছাড়া এতে কিউ-সিম্ফনি (Q-Symphony) ফিচারও উপলব্ধ রয়েছে, যা স্পিকার এবং সাউন্ডবার থেকে সাউন্ড সিঙ্ক্রোনাইজ করে সারাউন্ড সাউন্ডের ন্যায় প্রভাব তৈরি করে।

এছাড়া, উক্ত স্মার্ট টিভিটি পিসি মোড অফার করে, যা ব্যবহারকারীদের ডকুমেন্ট তৈরি এবং ক্লাউড ব্যবহার করে কাজ করার অনুমতি দেয়। এই মডেলটি, নেটফ্লিক্স, জি৫ সহ একাধিক জনপ্রিয় ওটিটি অ্যাপের অ্যাক্সেস অফার করে। পরিশেষে, সদ্য আগত Samsung Crystal 4K Neo স্মার্ট টেলিভিশনে কানেক্টিভিটির জন্য তিনটি এইচডিএমআই পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত।

Samsung Crystal 4K Neo TV দাম এবং লভ্যতা

স্যামসাং ক্রিস্টাল ৪কে নিও টিভির ৪৩ ইঞ্চি ডিসপ্লে সাইজের দাম ৩৫,৯৯০ টাকা। আগ্রহীরা এটিকে, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট এবং স্যামসাং শপ থেকে কিনে নিতে পারবেন। প্রসঙ্গত, এই টিভিটির ৫৫-ইঞ্চি ডিসপ্লে সাইজের আরেকটি সংস্করণও রয়েছে, তবে এটির দাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।