Vivo V27 ফোন Android 13 ও 12GB র‍্যাম নিয়ে গিকবেঞ্চে হাজির, শীঘ্রই লঞ্চের ইঙ্গিত

ভিভো (Vivo) একগুচ্ছ নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। যার মধ্যে সর্বাধিক চর্চা Vivo V27 সিরিজকে নিয়ে। এটি Vivo V25 এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে আসবে। V27 সিরিজে তার পূর্বসূরির মতো স্ট্যান্ডার্ড Vivo V27, হাই-এন্ড V27 Pro এবং একটু সস্তা V27e মডেল সহ একাধিক ফোন অন্তর্ভুক্ত থাকতে পারে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণার আগেই, এখন স্ট্যান্ডার্ড Vivo V27 ফোনটি ১২ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্পষ্ট করা গিয়েছে।

Vivo V27-কে দেখা গেল Geekbench-এর প্ল্যাটফর্মে

V2246 মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে একটি নতুন ভিভো স্মার্টফোনকে দেখা গেছে। এই মডেল নম্বরটি আসন্ন ভিভো ভি২৭-এর সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, এই স্মার্টফোনটি MT6886V কোডনেম যুক্ত একটি অজানা প্রসেসর দ্বারা চালিত হবে। যদিও, এখনও এই প্রসেসরের অফিসিয়াল নাম জানা যায়নি, তবে মডেল নম্বরের “MT” অক্ষরগুলি থেকে বোঝা যায় যে, এটি মিডিয়াটেক দ্বারা নির্মিত হবে।

এছাড়াও, বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ভিভো ভি২৭-এ ব্যবহৃত অক্টা-কোর প্রসেসরটির দুটি কোর ২.৮ গিগাহার্টজে এবং অন্য ছয়টি কোর ২.০ গিগাহার্টজে রান করে। চিপটি মালি-জি৬১০ এমসি৪ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। এছাড়াও, ভিভো ভি২৭ কমপক্ষে ১২ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩-এ রান করবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। আর অপারেটিং সিস্টেমের ওপরে সম্ভবত ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

Vivo V27 গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৮৪৫ পয়েন্ট এবং মাল্টি-স্কোর টেস্টে ২,২১৭ পয়েন্ট পেতে সক্ষম হয়েছে। এগুলি ছাড়া, তালিকায় আসন্ন স্মার্টফোনের অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে যে, এতে চীনা Vivo S16 সিরিজের অনুরূপ স্পেসিফিকেশন থাকতে পারে। তবে, ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু যেহেতু এটি ইতিমধ্যেই গিকবেঞ্চে স্থান করে নিয়েছে, তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই V27 লাইনআপের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।