সরীসৃপের মতো বদলাবে রং, ভারতে লঞ্চের আগেই Vivo V27 Pro এর প্রসেসরের নাম সামনে এল

Vivo V27 Pro ভারতে লঞ্চের আগে গিকবেঞ্চে হাজির হয়েছে। যেখান থেকে এর প্রসসরের ক্ষমতা, র‍্যাম ক্যাপাসিটি এবং অ্যান্ড্রয়েড ভার্সন সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Vivo V27 Pro 5G আগামী ৩ মার্চ ভারতে লঞ্চহ তে চলেছে। স্মার্টফোনটি Vivo S16 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা গত বছর চীনে লঞ্চ হয়েছিল। এটির প্রাইস রেঞ্জ সহ প্রায় সমস্ত বিবরণ ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। শোনা যাচ্ছে, V27 Pro 5G-এর দাম এদেশে ৪০,০০০ টাকার মধ্যেই রাখা হবে। ফলে Samsung Galaxy S21 FE, Realme GT Neo 3, এবং iQOO 9 SE-এর মতো সমমূল্যের ফোনের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে এটি। আর এখন লঞ্চের আগে, Vivo V27 Pro 5G তার কর্মক্ষমতা প্রদর্শন করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। আসুন এই বেঞ্চমার্ক তালিকা থেকে ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo V27 Pro 5G হাজির হয়েছে Geekbench বেঞ্চমার্ক ডেটাবেসে

V2230 মডেল নম্বর সহ ভিভো ভি২৭ প্রো ৫জি ফোনটি গিকবেঞ্চ (Geekbench) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই প্রিমিয়াম-মিডরেঞ্জ অক্টা-কোর চিপসেটের পিক ক্লক স্পিড ৩.১ গিগাহার্টজ এবং বেস ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ। এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি থেকে জানা গেছে যে, ভিভো ভি২৭ প্রো ৫জি ১২ জিবি র‍্যাম অফার করবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করবে। এই আসন্ন ভিভো ফোনটি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,০০৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৯৩৬ পয়েন্ট অর্জন করেছে।

Vivo V27 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ভি২৭ প্রো-তে ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ২,৪০০ x ১,৮০০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ গিগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। আর নিরাপত্তার জন্য, এই ফোনের সামনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Vivo V27 Pro-তে ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থান করবে বলে জানা গেছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকবে৷ সেলফি তোলার জন্য, ফোনটির সামনে একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। ব্যাক প্যানেলে কালার চেঞ্জিং ফিচার থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V27 Pro ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির পরিমাপ ১৬৪ x ৭৪.৮ x ৭.৪ মিলিমিটার এবং এর ওজন প্রায় ১৮৩ গ্রাম হতে পারে। Vivo V27 Pro-কে ম্যাজিক ব্লু এবং নোবেল ব্ল্যাক- এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।