50MP সেলফি ক্যামেরার সঙ্গে ভারতে আসছে Vivo V27 Pro, লঞ্চের আগেই দাম লিক হয়ে গেল

ভিভো আগামী ১ মার্চ ভারত সহ বিশ্বের দেশের একাধিক বাজারে তাদের পরবর্তী প্রজন্মের V27 সিরিজে অন্তর্ভুক্ত Vivo V27 Pro স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগেই এখন একটি নতুন রিপোর্টে আসন্ন ডিভাইসটির প্রেস রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করা হয়েছে৷ ভারতে V27 Pro-এর দামও ফাঁস করা হয়েছে। আসুন তাহলে লঞ্চের আগেই জেনে নেওয়া যাক এই নতুন ভিভো হ্যান্ডসেটটি ক্রেতাদের কি কি অফার করতে চলছে।

ভারতে Vivo V27 Pro-এর সম্ভাব্য মূল্য

অ্যাপুয়ালস এর দাবি, ভিভো ভি২৭ প্রো ভারতীয় বাজারে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে আসবে বলে জানা গেছে। এগুলির সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) হবে যথাক্রমে ৪১,৯৯৯ টাকা এবং ৪৫,৯৯৯ টাকা। এটি ম্যাজিক ব্লু এবং নোবেল ব্ল্যাকের মতো কালার অপশনগুলিতে বিক্রি হবে। ভিভো ভি২৭ প্রো গত বছর লঞ্চ হওয়া চায়না-এক্সক্লুসিভ ভিভো এস১৬ প্রো-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

Vivo V27 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ভি২৭ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার বাম এবং ডান প্রান্তে ৬০ ডিগ্রি বক্রতা দেখা যাবে। স্ক্রিনটি ১০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, V27 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং অরা লাইট এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ একটি অটোফোকাস-সক্ষম ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V27 Pro-এ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

এছাড়াও, Vivo V27 Pro-এ ডুয়েল সিম সাপোর্ট, ৫জি (n1/n3/n5/n8/n28A/n77/n78), ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মতো বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত থাকবে। আর V25 Pro-এর মতো, V27 Pro-তেও রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল দেখা যাবে। পরিশেষে, এই আসন্ন ভিভো ফোনটির পরিমাপ হবে ১৬৪.১ x ৭৪.৮ x ৭.৩৬ / ৭.৪ মিলিমিটার।