Acer Sospiro A60: মাত্র ৬ হাজার টাকার রেঞ্জে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হল নতুন ফোন

তাইওয়ান ভিত্তিক ইলেকট্রনিক্স সংস্থা এসার (Acer) পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ মেকার হিসেবে সুপরিচিত হলেও, স্মার্টফোন মার্কেটে এখনও সেভাবে স্থান করে নিতে পারেনি। প্রায় অর্ধ দশক আগে কোম্পানিটি এই বাজার থেকে বেরিয়ে গেছে। তবে, এখন সকলকে অবাক করে একটি নতুন এসার-ব্র্যান্ডের ফোন মেক্সিকোর বাজারে পা রেখেছে। Acer Sospiro A60 নামের এই হ্যান্ডসেটটি একটি এন্ট্রি লেভেলের ডিভাইস। এতে এলসিডি ডিসপ্লে, Unisoc SC7731E চিপসেট, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৩,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন Acer Sospiro A60-এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এসার সস্পিরো এ৬০-এর মূল্য ও লভ্যতা – Acer Sospiro A60 Price and Availability

প্লেফুলড্রয়েড (PlayfulDroid)-এর নয়া রিপোর্ট অনুযায়ী, নতুন এসার সস্পিরো এ৬০ ফোনটি মেক্সিকোতে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। এটি ১,৫৯৯ পেসো (প্রায় ৬,৩৫৯ টাকা) মূল্যে বিক্রি হচ্ছে। ডিভাইসটি দেখতে একটি অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার (ODM) প্রোডাক্টের মতো। এসার সস্পিরো এ৬০ একটি অভিনব গ্রীন অ্যাকসেন্ট যুক্ত ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে।

এসার সস্পিরো এ৬০-এর স্পেসিফিকেশন – Acer Sospiro A60 Specifications

এসার সস্পিরো এ৬০ ফোনে ১,৪৪০ x ৭২০ পিক্সেলের এইচডি প্লাস রেজোলিউশন এবং ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ইউনিসক এসসি৭৭৩১ই প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Acer Sospiro A60-এর রিয়ার শেলে ৮ মেগাপিক্সেল (ওয়াইড) + ২ মেগাপিক্সেলের (ডেপ্থ) সেন্সর যুক্ত ডুয়েল-ক্যামেরা সিস্টেম অবস্থান করছে। আর সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। রিয়ার এবং ফ্রন্ট উভয়দিকেই এলইডি ফ্ল্যাশলাইট রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এসারের এই নয়া ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়াও, এতে নিরাপত্তার জন্য একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট (৬৪ জিবি পর্যন্ত), একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোইউএসবি পোর্ট, সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.২-এর সাপোর্ট মিলবে। সবশেষে, Acer Sospiro A60-এর পরিমাপ ১৬২ x ৭৭ x ৯.৩ মিলিমিটার এবং ওজন ১৯৫ গ্রাম।