ফাটাফাটি ক্যামেরায় বাজিমাত, Vivo V27 ফোন লঞ্চের তারিখ ভুলবশত প্রকাশ হয়ে গেল ভারতে

ভিভো (Vivo) ভারত সহ বিশ্ববাজারে Vivo V27 সিরিজটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে Vivo V27 লঞ্চ নিয়ে টিজ করছে। বর্তমানে, কোম্পানির গ্লোবাল সাইটে Vivo V27 সিরিজের ওয়ার্ম-আপ পেজটি প্রকাশ করেছে যে, ভিভোর আসন্ন V-লাইনআপের ফোনগুলি আগামী ১ মার্চ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি, ভিভো এই ওয়ার্মআপ পেজে V27 সিরিজের কিছু মূল বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। এছাড়া, একটি নতুন রিপোর্টে এখন ভারতে Vivo V27 সিরিজের লঞ্চের তারিখটিও শেয়ার করা হয়েছে। আসুন তাহলে ভিভোর আপকামিং V-সিরিজের হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

প্রকাশিত হল Vivo V27 সিরিজের লঞ্চের তারিখ এবং মূল স্পেসিফিকেশন

ভিভোর গ্লোবাল ওয়েবসাইটে ভিভো ভি২৭ সিরিজের একটি ওয়ার্মআপ পেজ লাইভ হয়েছে যা থেকে জানা যাচ্ছে যে, এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি আগামী ১ মার্চ বিশ্ববাজারে উন্মোচিত হবে। আবার ৯১মোবাইলস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট (ফ্লিপকার্ট) ভুলবশত ভিভো ভি২৭ সিরিজের ভারত লঞ্চের তারিখটি প্রকাশ করেছে। দেখা যাচ্ছে যে, গ্লোবাল মার্কেটের মতো ভারতীয় বাজারেও এই লাইনআপটি একই দিনে অর্থাৎ ১ মার্চ আত্মপ্রকাশ করবে।

এদিকে, ভিভো নিশ্চিত করেছে যে ভি২৭ সিরিজের স্মার্টফোনে ১২০ হার্টস রিফ্রেশ রেট যুক্ত কার্ভড ডিসপ্লে থাকবে। পরবর্তী প্রজন্মের ভি-সিরিজের হ্যান্ডসেটে একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল-নচ সহ ৬০ ডিগ্রি স্ক্রিন কার্ভাচার ডিসপ্লে থাকবে। ভিভো ভি২৭ সিরিজে কালার-চেঞ্জিং ব্যাক ডিজাইনও থাকবে, যা কোম্পানি গত বছর ভিভো ভি২৩ সিরিজের সাথে চালু করেছিল। ভিভো ভি২৭ সিরিজটি ব্লু এবং গ্রীন কালার অপশনে লঞ্চ হবে বলেও নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ডিভাইসের রিয়ার প্যানেলটির সাধারণ হালকা রঙ সূর্যের অতিবেগুনি রশ্মি সংস্পর্শে এলে একটি ডার্ক শেডে পরিবর্তিত হবে।

এছাড়াও, ভিভো দ্বারা প্রকাশিত প্রোমোশনাল টিজারগুলি নিশ্চিত করেছে যে, Vivo V27 সিরিজের স্মার্টফোনটি সনি আইএমএক্স৭৭৬ভি সেন্সর এবং অরা লাইট রিং ব্যবহার করবে। এর মানে হল, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করবে। কোম্পানিটি টিজারে আসন্ন ডিভাইসের পোর্ট্রেট মোড ক্ষমতার বিষয়টিও তুলে ধরেছে।

আবার সাম্প্রতিক লিক অনুযায়ী, Vivo V27 Pro ভারতে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি র‍্যাম এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। Vivo V27 Pro-এর রিটেইল বক্স মূল্য ৪১,৯৯৯ টাকা হবে, তবে স্মার্টফোনটি এদেশে প্রায় ৪০,০০০ টাকায় বিক্রি হতে পারে। গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকা অনুসারে, Vivo V27 Pro ৪৪০ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ১,০৮০ × ২,৪০০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে।

এমনকি, Vivo V27 Pro-এর গুগল প্লে কনসোল তালিকাটি এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ মেগাপিক্সেলের প্রসেসর, মালি জি৬১০ জিপিইউ এবং ৮ জিবি র‍্যামের উপস্থিতি নিশ্চিত করেছে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং যথারীতি এর ওপর ফানটাচওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে বলে আশা করা যায়।