দুর্দান্ত ক্যামেরার সাথে 5G প্রসেসর, Vivo V27 সিরিজ ভারতে আসছে

Vivo বর্তমানে বিশ্ব বাজারে তাদের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X90 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সংস্থাটি খুব শীঘ্রই Vivo S27 নয়া সিরিজকে ভারতের বাজারে উন্মোচন করতে চলেছে। যদিও আলোচ্য লাইনআপটি ফ্ল্যাগশিপ নয়, বরং মিড-রেঞ্জে আসবে বলে জানা যাচ্ছে। আর নতুন Vivo S27 সিরিজের আগমনের তথ্য ফাঁস করেছেন টিপস্টার দেবায়ন রায়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে টিপস্টার দাবি করেছেন যে, এই সিরিজটি ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ ভারতে লঞ্চ হবে। পাশাপাশি, আসন্ন সিরিজটির ফিচার ২০২২ সালের ডিসেম্বরে চীনের বাজারে আত্মপ্রকাশ করা Vivo S16 সিরিজের অনুরূপ হবে বলেও তিনি জানিয়েছেন।

এক্ষেত্রে জানিয়ে রাখি যে, সংস্থাটি গত বছর তাদের Vivo S15 সিরিজকে নামফেরে Vivo V25 হিসাবে পেশ করেছিল ভারতের বাজারে। আর এবারও এই একই পন্থার অনুসরণ করে, S16 সিরিজকে V27 নামে এদেশে বাজারজাত করতে পারে Vivo। প্রসঙ্গত বিদ্যমান লাইনআপটির অধীনে মোট তিনটি মডেল এসেছিল, যথা – Vivo S16e, Vivo S16 এবং Vivo S16 Pro। কিন্তু আপকামিং লাইনআপের অধীনে মোট কতগুলি মডেল আত্মপ্রকাশ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু টিপস্টার দাবি করেছেন যে আসন্ন সিরিজের ফিচার Vivo S16 -এর ন্যায় এক সমান হবে, সেহেতু নিচে বিদ্যমান লাইনআপের কনফিগারেশন নিচে আলোচনা করা হল…

Vivo S16 সিরিজের স্পেসিফিকেশন

ভিভো এস১৬ সিরিজ কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর এবং আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল সহ এসেছে। সিরিজের রেগুলার মডেল অর্থাৎ ভিভো এস১৬ই এবং হাই-এন্ড এস১৬ প্রো ফোনে ৬.৭৮-ইঞ্চির কার্ভড এজ ডিসপ্লে রয়েছে। অন্যদিকে ভিভো এস১৬ মডেলে দেওয়া হয়েছে ৬.৬২-ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। ডিভাইস তিনটির ডিসপ্লে সাইজ ভিন্ন হলেও, প্রত্যেকটিতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন সমর্থিত AMOLED টাচ-প্যানেল রয়েছে। আর তিনটি ফোনের ডিজাইনই পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের। নিরাপত্তার জন্য সিরিজে ইন্টিগ্রেটেড ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

উন্নত পারফরম্যান্সের জন্য, Vivo S16e ফোনে এক্সিনস ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, Vivo S16 এবং S16 Pro মডেল দুটিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এবং ডাইমেনসিটি ৮২০০ অক্টা-কোর চিপসেট থাকছে। তিনটি ডিভাইসই সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত রম অফার করে। প্রত্যেকটি স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S16 সিরিজে ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আলোচ্য সিরিজের প্রত্যেকটি মডেলের ক্যামেরা একে অপরের থেকে স্বতন্ত্র। যেমন Vivo S16e ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এটি এসেছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার সহ। অন্যদিকে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত৷ আর হাই-এন্ড প্রো মডেলটি OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। রেগুলার এবং প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।