নতুন ফোনের অপেক্ষায়? Vivo V27 Series, Y100, Y78, iQOO Z7 Series শীঘ্রই বাজারে আসছে

স্মার্টফোন নির্মাতা সংস্থা Vivo এবং তার সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে ভারত সহ বিশ্ববাজারে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এক্ষেত্রে Vivo আগামী ৩রা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ X90 উন্মোচন করবে বলে নিশ্চিত করেছে। তবে আলোচ্য লাইনআপ ছাড়াও সংস্থাটি – Vivo V27 সিরিজ, Y100 এবং Y78 সহ আরো বেশ কয়েকটি মডেল শীঘ্রই ঘোষণা করতে পারে। অন্যদিকে Vivo -র সাব ব্র্যান্ড iQOO আগামী কিছু সপ্তাহের মধ্যেই ভারতে iQOO Z7 স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে। যদিও উভয ব্র্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে উল্লেখিত ডিভাইসগুলির লঞ্চের সময় জানায়নি। তবে প্রোডাক্ট রিসার্চ প্ল্যাটফর্ম প্রাইসবাবা (PriceBaba) এবং টিপস্টার পারাস গুগলানি (Paras Guglani) ইতিমধ্যেই Vivo এবং iQOO সংস্থার প্রত্যেকটি আপকামিং স্মার্টফোনের নাম সহ মডেল নম্বর ফাঁস করেছে।

প্রথমেই আসা যাক ভিভো ভি২৭ (Vivo V27) সিরিজের প্রসঙ্গে। আলোচ্য লাইনআপের রেগুলার বিকল্পের ৪জি বিকল্পের মডেল নম্বর V2231 রাখা হয়েছে। আবার এই একই ফোনের ৫জি ভ্যারিয়েন্টের মডেল নম্বর থাকছে V2246৷ আর ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro) এবং ই ৫জি (Vivo V27e 5G) ফোন দুটির মডেল নম্বর যথাক্রমে V2230 ও V2237।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতে আসন্ন ভিভো ভি২৭ সিরিজটি গত বছর চীনে আত্মপ্রকাশ করা ভিভো এস১৬ সিরিজের অনুরূপ স্পেসিফিকেশন সহ আসবে। এই সিরিজ ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের দিকে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও সংস্থাটি স্বয়ং ডিভাইসগুলির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনো নিশ্চিত করেনি।

যাইহোক, ওয়াই-সিরিজের সর্বাধিক প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে শীঘ্রই ভারতে আসছে ভিভো ওয়াই১০০ (Vivo Y100)। এদেশের বাজারে ফোনটির দাম প্রায় ২৭,০০০ টাকা রাখা হতে পারে। প্রাইসবাবার রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই১০০ -এর ভারতীয় সংস্করণের মডেল নম্বর V2239 এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর V2240।

এছাড়া, ভিভো ওয়াই৭৮ ৫জি (Vivo Y78 5G) নামের একটি নতুন মিড-রেঞ্জের স্মার্টফোনও ভারতে লঞ্চ হতে চলেছে। এর মডেল নম্বর হল V2223। ভিভো তাদের হোম-মার্কেটে ভিভো ওয়াই৭৮+ ৫জি (Vivo Y78+ 5G) ফোন উন্মোচন করতে পারে, যা V2271A মডেল নম্বর বহন করছে।

অন্যদিকে, আইকো ভারতীয় গ্রাহকদের জন্য লঞ্চ করতে চলেছে আইকো জেড৭ (iQOO Z7) সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে দুটি মডেল আত্মপ্রকাশ করতে পারে, যথা – iQOO Z7 5G এবং Z7 Pro 5G। এক্ষেত্রে প্রথম ফোনটির মডেল নম্বর হবে I2207। আর ‘প্রো’ বিকল্পের মডেল নম্বর হল I2213। সংস্থাটি চীনের বাজারে আইকো জেড৭ (iQOO Z7) এবং আইকো জেড৭এক্স (iQOO Z7x) নামের দুটি হ্যান্ডসেট লঞ্চ করবে, এগুলিকে যথাক্রমে V2270A এবং V2272A মডেল নম্বর সহ আনা হবে।