Categories: Mobiles

পূজোর সময় ভারতে আসছে Vivo V29 5G, দুর্দান্ত রিয়ার ক্যামেরা সহ থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo ইউরোপে গত মাসেই স্ট্যান্ডার্ড Vivo V29 5G স্মার্টফোনটি উন্মোচন করেছে। কোম্পানি তার আগে ইউরোপীয় বাজারে Vivo V29 Lite মডেলটিও ঘোষণা করেছিল। আবার ২৮ আগস্ট ভারতীয় বাজারে V29 সিরিজের অধীনে Vivo V29e হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছে। এদেশে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা। এদিকে জনপ্রিয় টিপস্টার পারস গুগলানি ইতিপূর্বে বিশ্ব ও ভারতীয় বাজারের স্ট্যান্ডার্ড Vivo V29 মডেলটির লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছিলেন। তবে, ইভেন্টটি অজানা কারণে বিলম্বিত হয় এবং কোম্পানি ভারতে V29 সিরিজের প্রথম ডিভাইস হিসাবে V29e মডেলটি লঞ্চ করে। এখন আবার টিপস্টার রেগুলার মডেলটির গ্লোবাল লঞ্চের তারিখ এবং ভারতে এর লঞ্চের টাইমলাইন প্রকাশ করেছেন।

Vivo V29 5G গ্লোবাল মার্কেট ও ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে

পারস গুগলানি আসন্ন ভিভো ভি২৯ ৫জি-এর একটি ফাঁস হওয়া ট্রেনিং ইমেজ শেয়ার করেছেন। ট্রেনিং ডকুমেন্টে ‘ট্রেন দ্য ট্রেইনারস’ ট্যাগলাইন সহ আসন্ন স্মার্টফোনের বর্ণনা দেওয়া হয়েছে। নথিটি ভি২৯ ৫জি-এর অরা লাইটকেও টিজ করেছে, যা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয়। টিপস্টার আসন্ন ডিভাইসের আরেকটি টিজার ইমেজ শেয়ার করেছেন, যা অরা লাইটকে হাইলাইট করে। পারস গুগলানি একটি টুইটে ইঙ্গিত দিয়েছেন যে, রেগুলার ভি২৯ ৫জি মডেলটি শীঘ্রই বিশ্ব ও ভারতীয় বাজারে লঞ্চ হবে।

এছাড়াও, ওই টিপস্টার আরেকটি নতুন টুইটে জানিয়েছেন যে, ভিভো আগামী ৭ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে Vivo V29 5G লঞ্চ করবে। টিপস্টার এরসাথে যোগ করেছেন যে, শীঘ্রই ভারতেও এই ফোনটিকে নিয়ে আসা হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই ভিভো হ্যান্ডসেটটি এদেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Vivo V29 5G-এর দাম ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এই ভিভো ফোনটির একমাত্র ভ্যারিয়েন্টটি ১১,৯৯০ চেক করুনা (আনুমানিক ৪৪,৩১৫ টাকা) মূল্যে চেক প্রজাতন্ত্রের বাজারে উপলব্ধ রয়েছে।

সপ্তাহ দুয়েক আগে, Vivo V29 5G স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর তালিকায় স্থান করে নিয়েছে, যা ইঙ্গিত দিয়েছিল যে এটি শীঘ্রই এদেশে লঞ্চ হবে। বিআইএস লিস্টিং থেকে জানা যায় যে, আসন্ন ফোনটি V2250 মডেল নম্বরটি বহন করে। তবে সার্টিফিকেশনটি এর অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

Vivo V29 5G-এর স্পেসিফিকেশন

Vivo V29 5G ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (২,৮০০ × ১,২৬০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এটি Qualcomm Snapdragon 778G প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য Adreno 642L জিপিইউ যুক্ত রয়েছে। ফোনটিতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়। Vivo V29 5G অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo V29 5G-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং অরা লাইট ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আর ফোনের সামনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়েল সফট এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29 5G-এ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে, ডুয়েল-সিম, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট। Vivo V29 5G-এ আইপি৬৮ (IP68) ধুলো এবং জল প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার সেটআপ, হাই-রেস অডিও, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত। পরিশেষে, ফোনটির পরিমাপ ১৬৪.১৮ × ৭৪.৩৭ × ৭.৪৬ মিলিমিটার এবং ওজন ১৮৬ গ্রাম।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

1 hour ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago