50MP সেলফি ক্যামেরার সঙ্গে 80W চার্জিং, Vivo V29 5G-এর দাম সহ সমস্ত ফিচার্স ফাঁস

ভিভো শীঘ্রই বিশ্বের একাধিক দেশে Vivo V29 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Vivo V29 এবং V29 Pro বলে দু’টি স্মার্টফোন আসবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগে এখন Vivo V29 5G এর দাম সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফোনটি কী কী অফার করবে এবং তার জন্য কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক।

Vivo V29 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

অ্যাপুয়ালসের দাবি, ভিভো ভি২৯-এ ২,৮০০ × ১,২৬০ পিক্সেল রেজোলিউশন সহ বড় ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১.০৭ বিলিয়ন কালার ডেপ্থ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, যা উন্নত পারফরম্যান্স এবং দক্ষ মাল্টিটাস্কিং নিশ্চিত করবে। ভিভো ভি২৯ ৫জি-তে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলেও জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি২৯-এ বহুমুখী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে তীক্ষ্ণ এবং স্থির শটের জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। এছাড়াও, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি চিত্তাকর্ষক ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে, যা উচ্চ মানের সেলফির প্রতিশ্রুতি দেয়।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29-এ ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ (FlashCharge) প্রযুক্তি সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটিতে একটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে৷ এটি ডুয়েল সিম কার্ড, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং এনএফসি সাপোর্ট করবে। ফোনটির অনবোর্ড সেন্সরের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে – অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর৷ Vivo V29 আইপি৬৮ (IP68) সার্টিফাইড, যা এটিকে ধুলো এবং জল-প্রতিরোধী করে তুলবে।

Vivo V29 5G-এর মূল্য এবং কালার অপশন (সম্ভাব্য)

চেক রিপাবলিকে Vivo V29 5G-এর যা মূল্য, সেটা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫,৬৩৫ টাকা। ইউরোপে এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু – এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।