Vivo v29e dedicated site goes live in Flipkart Vivo india with render design specifications

পাতলা বডি সহ দুর্দান্ত ক্যামেরা, Vivo V29e কালার চেঞ্জিং ফিচার সহ ভারতে আসছে, Flipkart থেকে পাওয়া যাবে

Vivo হালফিলে ভারতে একটি লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে সংস্থার কয়েকটি টিজার থেকে জানা গেছে, আসন্ন হ্যান্ডসেটটি Vivo V29e নামে এদেশের বাজারে আসবে। যারপর থেকেই টিপস্টার ও মার্কেট রিসার্চার কোম্পানিগুলি আলোচ্য ডিভাইস সম্পর্কে একের পর এক তথ্য সামনে আনতে থাকে। আজ আবার ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও Vivo india-র ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রো-সাইট লাইভ করা হয়েছে। যেখান থেকে আসন্ন Vivo V29e স্মার্টফোনের বেশ কয়েকটি কী-ফিচার এবং ডিজাইন সামনে এসেছে। পাশাপাশি হ্যান্ডসেটটির অফিসিয়াল রেন্ডারও টিজ করা হয়েছে।

ভারতে লঞ্চের পর কোথা থেকে কেনা যাবে Vivo V29e?

লঞ্চ পরবর্তী সময়ে ভিভো ভি২৯ই স্মার্টফোনকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) ও সংস্থার অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ফ্লিপকার্টের ডেডিকেটেড ল্যান্ডিং পেজ থেকে ফোনটির ছবিও সামনে এসেছে।

Vivo V29e স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন নিশ্চিত করল স্বয়ং সংস্থা

ভিভো ভি২৯ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৩ডি (3D) কার্ভড ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে আরো উন্নত ভিউয়িং অভিজ্ঞতা প্রদানের জন্য ৫৮.৭-ডিগ্রি কার্ভেচার অফার করবে। এই ফোন ৭.৫ মিমি পুরু হবে। মাইক্রো সাইট থেকে আরও জানা গেছে যে, ভিভো ভি২৯ই স্মার্টফোনের ওজন ১৮০.৫ গ্রাম হবে এবং এটি ২.২৯ মিমি ওয়ান-পিস ন্যারো ফ্রেমের সাথে লঞ্চ হবে। আর পাতলা বেজেল পরিবেষ্টিত ডিসপ্লের উপরিভাগে মাঝ বরাবর পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

Vivo V29e স্মার্টফোনের ব্যাক প্যানেলের বাঁ দিকে উলম্ব আয়তক্ষেত্রকার বক্স দেখে গেছে, যার ডিজাইন গ্লসি ফিনিশিং হবে এবং ডানদিকে লেদার টেক্সচার বডি থাকবে। সাম্প্রতিক একটি টিজার ইমেজ নিশ্চিত করেছে যে, আলোচ্য ডিভাইসটিকে কালার-চেঞ্জিং ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেমন টিজার ইমেজে থাকা মেরুন কালার বিকল্পের রঙ পরিবর্তিত হয়ে ব্ল্যাক হতে দেখা গেছে। এই স্মার্টফোনকে – আর্টিস্টিক রেড এবং আর্টিস্টিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

এবার আসা যাক ফিচারের প্রসঙ্গে। ভিভোর এই ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল হবে এবং ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) প্রযুক্তি সমর্থন করবে। সংস্থার দাবি, এই রিয়ার ক্যামেরা ইউনিট নাইট পোর্ট্রেট তোলার ক্ষেত্রে আদর্শ। এদিকে ফোনের সামনে অর্থাৎ ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে, যার সাথে আই অটো-ফোকাস মোডের সুবিধা উপলব্ধ। Vivo V29e স্মার্টফোনের অন্য কোনো স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Vivo V29e স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হবে, যথা – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। আর জানিয়ে রাখি, আসন্ন এই হ্যান্ডসেট ইতিমধ্যেই বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে (GeekBench) উপস্থিত হয়েছে। যার লিস্টিং নিশ্চিত করেছে যে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি বা ৪৮০+ ৫জি প্রসেসর সহ আসবে।