Categories: Mobiles

দাম প্রায় একসমান, Vivo V30 5G নাকি Redmi Note 13 Pro+ 5G আপনার জন্য সেরা হবে

৭ই মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করে নয়া Vivo V30 সিরিজ। এই নয়া সিরিজের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – Vivo V30 এবং Vivo V30 Pro। যার মধ্যে স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo V30 এদেশে ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে পাওয়া যাবে। ফিচার হিসাবে এতে – ১.৫কে AMOLED ডিসপ্লে প্যানেল, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। এক্ষেত্রে একই দামে এবং প্রায় অনুরূপ ফিচারের সাথে গত ৪ঠা জানুয়ারি ভারতে একটি স্মার্টফোন মুক্তি পেয়েছিল, যার নাম Redmi Note 13 Pro+। আজ আমরা সদ্য আগত Vivo V30 5G এবং দু’মাস পূর্বে লঞ্চ হওয়ার Redmi Note 13 Pro+ 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : দাম

ভারতের বাজারে ভিভো ভি৩০ মোট তিনটি আকর্ষণীয় কালার বিকল্পে এসেছে, যথা – পিকক গ্রিন, আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক। এটি মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে পাওয়া যাবে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা।

এদেশে রেডমি নোট ১৩ প্রো+ ৫জি স্মার্টফোন – ফিউশন পার্পল, ফিউশন ব্ল্যাক এবং ফিউশন হোয়াইট কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে। এটিও তিনটি স্টোরেজ অপশনে এসেছে। এক্ষেত্রে বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ২৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশন যথাক্রমে ৩১,৯৯৯ টাকায় ও ৩৩,৯৯৯ টাকায় কেনা যাবে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : ডিসপ্লে, সেন্সর

রঙ-পরিবর্তনকারী ফ্লোরাইট এজি গ্লাস প্যানেলের সাথে আসা ভিভো ভি৩০ স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৮০০×১২৬০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে – ৪৫২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২৮০০ নিট পিক ব্রাইটনেস, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

রেডমি নোট ১৩ প্রো+ স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ১.৫কে (২,৭১২ x ১,২২০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং এবং ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভিভো দ্বারা লঞ্চ করা নয়া সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭২০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি/১২ জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।

রেডমি নোট ১৩ প্রো+ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট উপস্থিত, যা মালি-জি৬১০ এমসি৪ জিপিইউ -এর সাথে যুক্ত। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : ক্যামেরা সেটআপ

Vivo V30 ফোনে অরা লাইট ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮৮ অ্যাপারচার, OIS ও ১/১.৫৫-ইঞ্চি সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১১৯° ফিল্ড-অফ-ভিউ ও এফ/২.০ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৯২° ফিল্ড-অফ-ভিউ এবং এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার বিদ্যমান।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনে LED ফ্ল্যাশ সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৬৫ অ্যাপারচার ও ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : ব্যাটারি, রেটিং

ভিভো ভি৩০ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী।

রেডমি নোট ১৩ প্রো+ ৫জি স্মার্টফোনে আছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : পরিমাপ

Vivo V30 স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩৬×৭৫.১×৭.৪৫ মিমি এবং ওজন ১৮৮ গ্রাম।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনের পরিমাপ ১৬১.৪x৭৪.২x৮.৯ মিমি এবং ওজন ১৯৯/২০৪.৫ গ্রাম।

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago