Vivo V30 NBTC Certified

সামনে-পিছনে দু’দিকেই 50MP ক্যামেরা, বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Vivo V30

Vivo V30 খুব শীঘ্রই বিশ্ব বাজারে পা রাখতে চলেছে, কেননা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে, এটি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সাইটে উপস্থিত হয়েছিল। এর আগে, Vivo V30-কে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) এবং টিকেডিএন (TKDN), তাইওয়ানের এনসিসি (NCC), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং গিকবেঞ্চ (Geekbench) সাইটেও দেখা গেছে। এর এখন, এটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর অনুমোদন লাভ করেছে। এককথায়, গ্লোবাল মার্কেটে Vivo V30-এর লঞ্চের সম্ভাবনা জোরালো হয়েছে। এনবিটিসি ভিভো ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, চলুন দেখে নিই।

Vivo V30 পেল NBTC-এর অনুমোদন

ভিভো ভি৩০ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন-এর ডেটাবেসে V2318 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। যথারীতি, এনবিটিসি সার্টিফিকেশনটি ডিভাইসের কোনও বৈশিষ্ট্য প্রকাশ করেনি, তবে এটি ইঙ্গিত দেয় যে ভিভো ভি৩০ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে থাইল্যান্ডের বাজারে লঞ্চ হতে পারে।

অন্যদিকে, গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেস থেকে জানা গেছে যে ভিভো ভি৩০ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটিতে ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। তাই অনুমান করা হচ্ছে যে, এটি সম্ভবত ভিভো এস১৮-এর রিব্র্যান্ডেড বা সামান্য পরিবর্তিত সংস্করণ হবে, যা গত ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছে।

Vivo V30-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ভি৩০-তে ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, এতে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ অটোফোকাস-এনেবল ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করতে পারে। ডিভাইসটির রিয়ার ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি অরা এলইডি (Aura-LED) ফ্ল্যাশ যুক্ত থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo V30-এ Qualcomm Snapdragon 7Gen 3 চিপসেটটি ব্যবহৃত হবে, যা ৮ জিবি / ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V30 বড় ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo V30 অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিনে রান করবে এবং নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।