50MP ফ্রন্ট ক্যামেরা সহ থাকবে নানা সুন্দর ফিচার্স, Vivo V30 Pro লঞ্চ হতে আর বেশি দেরি নেই

ভিভো (Vivo) তাদের পরবর্তী প্রজন্মের V-সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই লাইনআপে Vivo V30 Lite, স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro-এই মডেলগুলি…

ভিভো (Vivo) তাদের পরবর্তী প্রজন্মের V-সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই লাইনআপে Vivo V30 Lite, স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro-এই মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। তিনটি হ্যান্ডসেটের মধ্যে Vivo V30 Lite ইতিমধ্যেই মেক্সিকোতে লঞ্চ হয়েছে। অন্যদিকে, Pro মডেলটির পোস্টার অনলাইনে ফাঁস হয়েছে এবং জিএসএমএ আইএমইআই (GSMA IMEI) ডেটাবেসেও দেখা গেছে। আর এখন ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে ফোনটি। এই সার্টিফিকেশন থেকে Vivo V30 Pro সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo V30 Pro পেল SDPPI-এর অনুমোদন

এসডিপিপিআই সার্টিফিকেশনটি ভিভো ভি৩০ প্রো-এর স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কিত কোনও তথ্যই প্রকাশ করেনি। তবে ডিভাইসটি যে খুব শীঘ্রই ইন্দোনেশিয়ার লঞ্চ হবে, তা নিশ্চিত করেছে। সম্প্রতি ভিভো ভি৩০ সিরিজের একটি পোস্টার অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ডিজাইনের আভাস দিয়েছে। ফোনটির সামনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট এবং দুই পাশে স্লিম বেজেল সহ একটি কার্ভড ডিসপ্লে প্যানেল থাকবে বলে জানা গেছে। আর পিছনের দিকে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। ফাঁস হওয়া পোস্টারে ভিভো ভি৩০ প্রো-এর কার্ভড ডিসপ্লে, সামান্য চওড়া বেজেল হাইলাইট করা হয়েছে।

Vivo V30 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ভি৩০ সিরিজটিকে ইতিমধ্যেই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA), এনসিসি (NCC), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং গিকবেঞ্চ (GeekBench) সহ বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ফোনগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।

এই মুহূর্তে, Vivo V30 Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই। তবে স্ট্যান্ডার্ড Vivo V30-এ ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) সফটওয়্যার ভার্সনে রান করবে এবং এতে Snapdragon 7 Gen 3 চিপসেটটি যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। Vivo V30 সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ অফার করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo V30-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি অরা এলইডি (Aura LED) ফ্ল্যাশ ইউনিট সমন্বিত ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে দেখা যাবে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ অটোফোকাস-এনেবল ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V30-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। এখনও পর্যন্ত, Vivo V30-এর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।